অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক হাসিনা খান বলেন, ‘আমাদের বিজ্ঞানমনস্ক হতে হবে। বিজ্ঞানের দর্শনকে ধারণ করতে হবে। আমরা নিজেদের ছোট মনে করব না। জাপানে নারী–পুরুষ ভেদাভেদ রয়েছে। কিন্তু আমাদের দেশে নারী পুরুষের সমতা রয়েছে। আমরা একটি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে বাস করি। জেনেটিক কারণে মানুষের গায়ের রঙে ভিন্নতা হয়ে থাকে। কিন্তু বুদ্ধিমত্তার কোনো পার্থক্য থাকে না। মেলায় অংশগ্রহণকারী তরুণ প্রজন্ম দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি।’
অধ্যাপক মো. আফতাব আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজনে নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।