পর্দা নামল বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলার

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আয়োজিত তিন দিনব্যাপী ‘বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা ২০২৩’ মঙ্গলবার শেষ হয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত তিন দিনব্যাপী ‘বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা ২০২৩’ শেষ হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে বিসিএসআইআর প্রাঙ্গণে গত ১২ মার্চ মেলার উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হলো।

সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘এ বিজ্ঞান মেলার লক্ষ্য ও উদ্দেশ্য হলো, বিজ্ঞানকে জনপ্রিয় করা, বিজ্ঞানমনস্ক জাতি গঠন করা। বিসিএসআইআর গবেষণা করছে মানবজীবনকে টেকসই, আরামদায়ক ও সহজ করার জন্য। বিসিএসআইআরএ বর্তমানে ভাইব্রেশন শুরু হয়েছে। এখন একটি কোলাবরেশন কালচার তৈরি হচ্ছে, যা গবেষণার ক্ষেত্রে খুবই প্রয়োজন।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক হাসিনা খান বলেন, ‘আমাদের বিজ্ঞানমনস্ক হতে হবে। বিজ্ঞানের দর্শনকে ধারণ করতে হবে। আমরা নিজেদের ছোট মনে করব না। জাপানে নারী–পুরুষ ভেদাভেদ রয়েছে। কিন্তু আমাদের দেশে নারী পুরুষের সমতা রয়েছে। আমরা একটি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে বাস করি। জেনেটিক কারণে মানুষের গায়ের রঙে ভিন্নতা হয়ে থাকে। কিন্তু বুদ্ধিমত্তার কোনো পার্থক্য থাকে না। মেলায় অংশগ্রহণকারী তরুণ প্রজন্ম দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি।’

অধ্যাপক মো. আফতাব আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজনে নটর ডেম কলেজ,  ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।