সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালানো সংক্রান্ত খবরগুলো। এ ছাড়া আন্তর্জাতিক, মতামত, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

গভীর রাতে ছাদ ফুটো করে চার ফাঁসির আসামির পলায়ন, পরে গ্রেপ্তার

বগুড়া জেলা কারাগারের ফটক
ছবি: প্রথম আলো

বগুড়া জেলা কারাগার থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছিলেন। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। বিস্তারিত পড়ুন...

‘ছবি কেন তুলছিস, তোকে মেরে ফেলব’

চিকিৎসক কুরবান আলী হত্যা মামলার আসামি কিশোর গ্যাংয়ের নেতা গোলাম রসুল ওরফে নিশানকে (সাদা শার্ট) আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ। আজ সকালে চট্টগ্রাম আদালতে
ছবি: সৌরভ দাশ

ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন দাঁতের চিকিৎসক কুরবান আলী। তাঁকে জনসমক্ষে পিটিয়ে খুন করেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। আলোচিত এই হত্যা মামলার আসামি কিশোর গ্যাংয়ের নেতা গোলাম রসুল ওরফে নিশান আজ বুধবার চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে আসেন। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা আদালত প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ছবি তুলতে বাধা দেন। বিস্তারিত পড়ুন...

লিথিয়াম কীভাবে চীনকে আফগানিস্তানের কাছে টেনেছে

চীনের গুয়াংডং প্রদেশের ডংগুয়ানে একটি কারখানায় তৈরি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। ১৬ অক্টোবর, ২০১৮
ছবি: রয়টার্স

পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব—অনেক দেশ আফগানিস্তানের খনিজ সম্পদ লিথিয়ামের মজুতের কিছুটা হলেও পাওয়ার আশায় আছে। আর এই দৌড়ে তালেবান প্রশাসনকে আকৃষ্ট করার ক্ষেত্রে এগিয়ে আছে বেইজিং। বিস্তারিত পড়ুন...

তালেবানের সামনে আসল বিপদ আফগান প্রতিরোধ ফ্রন্ট

চরমপন্থী নয় এ রকম একটি সশস্ত্র গোষ্ঠী এনআরএফ। তালেবান শাসকদের জন্য প্রধান চ্যালেঞ্জ তারা।
ছবি : রয়টার্স

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটি নিয়ে আন্তর্জাতিক মনোযোগের মূল কেন্দ্র হলো, সেখানকার ক্রমাগত খারাপ হতে থাকা মানবাধিকার পরিস্থিতি। লাখ লাখ আফগানি চরম গরিবি হালে জীবনযাপন করছে এবং অর্থনৈতিক পরিস্থিতি খুবই শোচনীয়। বিস্তারিত পড়ুন...

মার্তিনেজের গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

গোলের পর আনন্দে ছুটছেন মার্তিনেজ
এএফপি

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এভাবে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত গোল এনে দিয়েছেন লাওতারো মার্তিনেজ। চিলির বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিস্তারিত পড়ুন...