আমগাছের চারা রোপণ করলেন বর্তমান ও সাবেক ১১ প্রধান বিচারপতি

প্রধান বিচারপতির বাসভবনে এক মিলনমেলায় একত্র হন বর্তমান ও সাবেক ১১ জন প্রধান বিচারপতিছবি: সংগৃহীত

উন্নত জাতের আমগাছের ১১টি চারা রোপণ করেছেন বর্তমান ও সাবেক ১১ জন প্রধান বিচারপতি। আজ রোববার বিকেলে রাজধানীর ১৯ নম্বর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে এক মিলনমেলায় চারাগুলো রোপণ করেন তাঁরা।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে এই মিলনমেলায় সাবেক ১০ প্রধান বিচারপতিকে স্বাগত জানান বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় বাসভবনের ইতিহাসসংবলিত ইংরেজি ও বাংলা ফলক উন্মোচন করেন তাঁরা।

মিলনমেলায় প্রধান বিচারপতির বাসভবনের আঙিনায় উন্নত জাতের ১১টি আমগাছের চারা রোপণ করা হয়। প্রথমে গোপালভোগ জাতের আমের চারা রোপণ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের ক্রম অনুযায়ী সাবেক ১০ জন প্রধান বিচারপতি চারা রোপণ করেন।

সাবেক প্রধান বিচারপতিদের মধ্যে মিলনমেলায় উপস্থিত ছিলেন এ টি এম আফজাল, কে এম হাসান, সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, মো. রুহুল আমিন, মো. তফাজ্জাল ইসলাম, মোহাম্মদ ফজলুল করিম, এ বি এম খায়রুল হক, মো. মোজাম্মেল হোসেন, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।