এআইইউবি ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু

‘এআইইউবি ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত রোববার। এআইইউবি ক্যাম্পাসের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেনছবি: বিজ্ঞপ্তি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসের মাঠে ‘এআইইউবি ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

গত রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর মনজুর এইচ খান, ডেপুটি ডিরেক্টর (স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) জিয়ারত এইচ খান, ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) মেজর (অব.) ফয়েজ-উল-বারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এআইইউবি অফিস অব স্পোর্টসের উদ্যোগে এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ওএসএ) সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা শহরের বিভিন্ন কলেজের ৩২টি দল অংশগ্রহণ করছে।

ক্রিকেটের প্রতিভা বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়া-সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।