সাংবাদিকদের সংকটের প্রতিবাদে আন্দোলনের ডাক ৭ সংগঠনের
সাংবাদিকদের ওপর হামলা-মামলা, চাকরিচ্যুতি, ন্যায্য পাওনা পরিশোধ না করা এবং ওয়েজ বোর্ডের অসংগতিসহ সাংবাদিকদের বিভিন্ন সংকটের প্রতিবাদে যৌথ আন্দোলন করবে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) সমমনা ৭টি সংগঠন। তারই অংশ হিসেবে ২২ অক্টোবর সমাবেশ করবে সংগঠনগুলো। এ ছাড়া বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে স্মারকলিপিও দেওয়া হবে।
ডিইউজের আহ্বানে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় সমমনা সংগঠনগুলো যৌথ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বলে ডিইউজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সভায় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক সমাজ আজ নানা সংকটে নিমজ্জিত। অধিকাংশ গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না। চাকরিচ্যুতির ঘটনা ঘটছে অহরহ। বন্ধ হচ্ছে না সাংবাদিকদের ওপর হামলা-মামলা। সম্প্রতি পেশাদার সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড কমিয়ে দেওয়ার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এ পরিস্থিতিতে সাংবাদিক সমাজের আন্দোলন ভিন্ন আর কোনো বিকল্প নেই।
ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজোয়ানুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী, সাধারণ সম্পাদক আবুল হাসান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস, টেলিভিশন ক্যামেরা-জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মাহাবুব আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ নাসিম সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবন আমীর প্রমুখ।