সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। দেশের আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল বাংলাদেশকে ৪৯৫ টাকা কেজি দরে গরুর মাংস দিতে চায় ব্রাজিল এই খবর। এ ছাড়াও ছিল কারা এই কেএনএফ, তাদের নতুন হামলার নেপথ্যে কী—এই শিরোনামের খবরটি। আন্তর্জাতিক খবরের মধ্যে ছিল ইরানের হামলার হুমকির মুখে ইসরায়েলে উচ্চ সতর্কতা জারির খবরটি। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বাংলাদেশকে ৪৯৫ টাকা কেজি দরে গরুর মাংস দিতে চায় ব্রাজিল

মাউরো ভিয়েরা
ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহ দেখিয়ে আসছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটি প্রতি কেজি গরুর মাংস সাড়ে চার মার্কিন ডলারে (৪৯৫ টাকা) বাংলাদেশকে দিতে চায়। বিস্তারিত পড়ুন...

কারা এই কেএনএফ, তাদের নতুন হামলার নেপথ্যে কী

ফেসবুকে পেজ খুলে বছর দু-এক আগে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল  কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। পাহাড়ের দুই জেলার ৯ উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণাও দেয় তারা। কয়েকটি সশস্ত্র অভিযান চালিয়ে চাঁদাবাজি এবং হত্যার অভিযোগ উঠতে থাকে শুরু থেকেই। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলে উচ্চ সতর্কতা: সেনাদের ছুটি স্থগিত, খোলা হচ্ছে আশ্রয়কেন্দ্রও

রেজা জাহেদি
ফাইল ছবি: এএফপি

ইসরায়েলের সামরিক বাহিনী বিবৃতিতে বলেছে, পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত পড়ুন...

বারবার রং বদলানো ম্যাচে শেষ ওভারে নাটকীয় জয় পাঞ্জাবের

ম্যাচ জয়ের পর শশাংক সিংয়ের উচ্ছ্বাস
বিসিসিআই

‘এ জীবন কেন এত রং বদলায়’—আইপিএলের ম্যাচগুলো যেন বাংলা এই গানের মতোই! একেকটা ম্যাচের পরতে পরতে লুকিয়ে থাকে রোমাঞ্চ। ক্ষণে ক্ষণে বদলায় রং, ঘুরে যায় ম্যাচের চেহারা। এক দলের থেকে হার–জিতের নিক্তি ক্ষণিকের মধ্যেই ঝুঁকে পড়ে আরেক দলের দিকে। আহমেদাবাদে আজ গুজরাট টাইটানস ও পাঞ্জাব কিংসের ম্যাচটিও এর ব্যতিক্রম নয়। বিস্তারিত পড়ুন...

পরিবার চাইলে বিয়ের পর সিনেমা ছেড়ে দেব: পূজা

অভিনেত্রী পূজা চেরি
পূজা চেরির ফেসবুক পেজ থেকে

বিয়ের পরিকল্পনা নিয়ে পূজার সোজাসাপ্টা জবাব, ‘পরিবার চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি থেকে চলে যাব। আমি দূর থেকে দেখতে চাই আসলে ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে।’ বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন