বিচারপতি আশফাকুল ইসলাম বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান

বিচারপতি মো. আশফাকুল ইসলামছবি: সংগৃহীত

আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামকে মনোনীত করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল চেয়ারম্যান হিসেবে তাঁকে মনোনয়ন দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে মনোনীত করা হয়। এরপর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় গত ২৭ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।

বার কাউন্সিলের উপসচিব আফজাল উর রহমান প্রথম আলোকে বলেন, ‘বার কাউন্সিল আইনের ১১(বি) অনুচ্ছেদে উল্লেখ আছে যে প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে একজন বিচারপতিকে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত করবেন। বিচারপতি বোরহান উদ্দিন অবসরে যাওয়ায় ওই পদটি শূন্য হয়।’

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২০২২ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান।