চট্টগ্রামে যুবলীগের সমাবেশে হাতাহাতি

১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ করে মহানগর যুবলীগ। এ সময় সংগঠনের দুই পক্ষে কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। আজ বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে
ছবি: জুয়েল শীল

১৭ আগস্ট দেশব্যাপী গ্রেনেড হামলার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম নগর যুবলীগের সমাবেশে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নগরের প্রেস ক্লাবের সামনে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

নগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম ও সহসাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলামের অনুসারীদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। তবে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বেশি দূর গড়াতে পারেনি।

জানা গেছে, বিকেল চারটার দিকে ১৭ আগস্টের দেশব্যাপী গ্রেনেড হামলার বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়। নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা–কর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বক্তব্য চলাকালে বিকেল পাঁচটার দিকে হাতাহাতি শুরু হয়। এ সময় একটি পক্ষ দিদারুল আলমের নামে এবং অপর একটি পক্ষ মনোয়ারুল ইসলাম ওরফে নোবেলের নামে স্লোগান দিতে থাকে। সভাপতি মাহবুবুল হক ওরফে সুমন, দিদারুল আলম ও মনোয়ারুল ইসলামসহ জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানতে চাইলে মনোয়ারুল ইসলাম বলেন, ‘সামান্য’ ঘটনা ঘটেছে। এটা কিছু ছেলের মধ্যে একটু কথা– কাটাকাটি হয়। পরে তিনি গিয়ে ঠিক করে দিয়েছেন। এক প্রশ্নের জবাবে মনোয়ারুল বলেন, ‘সবাই যদি আমার অনুসারী বলা হয় তাহলে কী বলব আমি?’

দিদারুল আলম বলেন, কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। পাল্টাপাল্টি স্লোগান দেওয়া নিয়ে সামান্য কথা– কাটাকাটি হয়। সমাবেশ ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।