প্রধানমন্ত্রীকে কুয়েতের প্রধানমন্ত্রীর টেলিফোন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুয়েতের প্রধানমন্ত্রী টেলিফোনে আলাপকালে উভয় নেতা এ অভিমত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর প্রেস শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তাঁর মাধ্যমে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে শুভেচ্ছা জানান। দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং সন্তোষ প্রকাশ করেন যে দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে গভীর হচ্ছে ও সম্পর্ক বহুমাত্রিক হচ্ছে।

টেলিফোন করার জন্য শেখ আহমাদ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কুয়েতের প্রধানমন্ত্রী ও ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

শেখ হাসিনা আনন্দের সঙ্গে উল্লেখ করেন যে কুয়েতে কর্মরত বাংলাদেশিরা এবং কুয়েত সেনাবাহিনীতে ‘বাংলাদেশ কন্টিনজেন্ট’ দীর্ঘদিনের অংশীদারত্বের উত্তরাধিকার ও শক্তিমত্তার স্বীকৃতি।

প্রধানমন্ত্রী আল-সাবাহ আনন্দের সঙ্গে তাঁর দেশের প্রতিরক্ষা পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর নিষ্ঠা ও পরিশ্রমী ভূমিকার উল্লেখ করেন। দুই দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শ বা উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে দুই নেতা একে অপরকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান। শুভেচ্ছা বিনিময়, পরস্পরের সুস্থ জীবন ও দুই দেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে টেলিফোন আলাপ শেষ হয়।