ভারতের কাশ্মীর–কেরালায় চাঁদ দেখা গেছে, ঈদ বুধবার

ভারতের বিভিন্ন এলাকায় বুধবার ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে

ভারতের জম্মু-কাশ্মীর, কেরালা ও লাদাখের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার এসব এলাকায় ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, মিসর, তুরস্ক, ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্য ও পশ্চিমের অন্যান্য দেশেও বুধবার ঈদ। এসব দেশের সঙ্গে জম্মু-কাশ্মীর, কেরালা ও লাদাখের মানুষ ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন।

তবে ভারতের অন্য কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে অন্য রাজ্যে ৩০টি রোজা হবে। ঈদ উদ্‌যাপিত হবে আগামী বৃহস্পতিবার।