সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৪ অক্টোবর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

গণমাধ্যমের ওপর ভিসা নীতি আরোপ নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার
ছবি: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ের ভিডিও থেকে নেওয়া

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশের কোনো বিশেষ দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের ফলাফলকে যুক্তরাষ্ট্র প্রভাবিত করতে চায় না। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার এসব কথা বলেন।
বিস্তারিত পড়ুন...

কবিরাজ সেজে বাসায় ঢুকে লুটপাট, ‘প্রত্যাশামতো’ অর্থকড়ি না পেয়ে হত্যা: র‍্যাব

ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সাগর আলী ও তাঁর স্ত্রী ইশিতা বেগম
ছবি: র‍্যাবের সৌজন্যে

বাসা লুট করার সময় ‘প্রত্যাশামতো’ অর্থকড়ি না পেয়ে ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার এক দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব বলছে, কবিরাজ সেজে ওই বাসায় গিয়েছিলেন তাঁরা। বিস্তারিত পড়ুন...

নির্বাচন সামনে রেখে সক্রিয় ‘কিংস পার্টি’, পেছনে ক্ষমতাসীনেরা

রাজনীতি
প্রতীকী ছবি

তৃণমূল বিএনপি, বিএনএফ, বিএনএম, বাংলাদেশ সুপ্রিম পার্টি—কম পরিচিত এসব দলও এবার জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ ধরনের দলগুলোয় বিএনপির দলছুট নেতারা ভিড়বেন এবং তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করবেন—এমন একটা পরিকল্পনা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ এগোচ্ছে। বিস্তারিত পড়ুন...

ফাঁস হওয়া ঘুষ লেনদেনের কথোপকথন চারঘাটের সেই ওসির, তদন্ত প্রতিবেদন ডিআইজির কাছে

ওসি মাহবুবুল আলম
ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাট মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের ফাঁস হওয়া আলোচিত ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডটি তাঁরই। পুলিশের তদন্তে এ তথ্য উঠে এসেছে। ওই অডিওতে এক নারীর কাছে সাত লাখ টাকা ঘুষ চেয়েছিলেন ওসি মাহবুবুল আলম। যদিও অডিওটি ফাঁস হওয়ার পর ‘এডিটেড’(সম্পাদিত) বলে দাবি করেছিলেন তিনি। বিস্তারিত পড়ুন...

আমেরিকানরা দুর্নীতি করে না, এই মিথ কতটা সত্যি?

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর বব মেনেনডেজ ও তাঁর স্ত্রী নাদিন দুর্নীতির অভিযোগ অভিযুক্ত হয়েছেন
ছবি : রয়টার্স

গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর বব মেনেনডেজ ও তাঁর স্ত্রী নাদিন দুর্নীতির অভিযোগ অভিযুক্ত হয়েছেন। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান মেনেনডেজের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুর্নীতির অভিযোগ আনা হলো। বিস্তারিত পড়ুন ...

বাংলাদেশ থেকে আরও পড়ুন