পররাষ্ট্রসচিব পদে মাসুদ বিন মোমেনই থাকছেন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেনকে চাকরির নির্ধারিত মেয়াদ শেষে স্বাভাবিক অবসরে না পাঠিয়ে আরও দুই বছরের জন্য চুক্তিতে রাখা হচ্ছে। আজ বুধবার তাঁকে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৬ ডিসেম্বর থেকে স্বাভাবিক অবসরে যাওয়ার কথা ছিল মাসুদ বিন মোমেনের।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী আইনানুযায়ী, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মাসুদ বিন মোমেনকে তাঁর অবসর-উত্তর ছুটি এবং এ–সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে ৬ ডিসেম্বর বা যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেনকে চুক্তি রাখা হতে পারে বলে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল।