স্ত্রীরোগবিশেষজ্ঞ অধ্যাপক টি এ চৌধুরী মারা গেছেন

অধ্যাপক টি এ চৌধুরী

দেশের বিশিষ্ট স্ত্রীরোগবিশেষজ্ঞ অধ্যাপক টি এ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার দুপুরে ঢাকায় নিজ বাসভবনে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

স্ত্রীরোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি (অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ) টি এ চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই সংগঠনের সাবেক সভাপতি তিনি। টি এ চৌধুরী দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।