‘সাউন্ডস অব কালারস’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী অধ্যাপক শাহারিয়ার তালুকদারের একক চিত্র প্রদর্শনী। আজ সোমবার বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী, ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। তিনি বলেন, শাহারিয়ার তালুকদারের ক্যানভাস রঙিন। বাংলাদেশে চিত্রশিল্প নিয়ে গবেষণা কাজের প্রথম দিকের একজন এই শিল্পী। তিনি বিষয়ের মধ্যে থেকে তাঁর কাজ করেন। শিল্পী শাহারিয়ার তালুকদারের ছবিতে ফোক আর্টের প্রাধান্য বেশি।
‘সাউন্ডস অব কালারস’ শাহারিয়ার তালুকদারের সপ্তম প্রদর্শনী। তাঁর আঁকা ছবি নিয়ে শুরু হওয়া এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন মাধ্যমে আঁকা ৫০টি ছবি। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন বলেন, শিল্পীর আঁকা ছবিগুলোতে স্বতন্ত্র বোধ আছে। সাধারণ মানুষের জীবনভিত্তিক এই ছবিগুলো দেখলেই স্পষ্ট হয়, তিনি সময় নিয়ে এঁকেছেন।
নিজের আঁকা ছবি সম্পর্কে শিল্পী, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি—এসএমইউসিটির অধ্যাপক শাহারিয়ার তালুকদার জানান, তাঁর আঁকার হাতেখড়ি হয়েছিল শিল্পী রফিকুন নবীর কাছে। অনুষ্ঠানে তিনি মানুষের বিবর্তনের ধারা এবং শিল্পমাধ্যমে এ প্রসঙ্গে অবস্থান নিয়ে আলোচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক। তিনি বলেন, শাহারিয়ার তালুকদারের আঁকা ছবিগুলোতে একধরনের সারল্য আছে। এই সরলতা দর্শককে মুগ্ধ করবে। তাঁর ছবিতে ঘুরেফিরে এসেছে গ্রামবাংলার দৃশ্যপট।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন এসএমইউসিটির সহযোগী অধ্যাপক শামসাদ চৌধুরী। এই প্রদর্শনী আয়োজিত হচ্ছে অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের উদ্যোগে। প্রদর্শনীর কিউরেটর সুলতান মোহাম্মদ মাইনুদ্দিন। ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।