মুঠোফোন ও ইন্টারনেট মানুষের জীবনকে সহজ ও উন্নত করেছে। মানুষের জীবনকে এগিয়ে নিতে ডিজিটাল জীবনমুখী নীতিমালা প্রয়োজন। মঙ্গলবার মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান বিনিয়োগকারী ‘টেলিনর এশিয়া’ আয়োজিত ‘বিল্ডিং বেটার ডিজিটাল লাইভস ফর আ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে কাজ করতে হবে। সেখানে আরও বেশি মানুষ যেন তথ্যপ্রযুক্তি সুবিধার আওতায় জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবির বলেন, সার্বজনীন ও অর্থপূর্ণ আন্তসংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর সহজতর করতে একযোগে একটি ভবিষ্যৎমুখী ও টেকসই টেলিযোগাযোগ অবকাঠামো ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে টেলিনর এশিয়ার এক্সটারনাল রিলেশনস বিভাগের প্রধান মনীষা ডোগরা বলেন, প্রতিযোগিতামূলক ও সমৃদ্ধ ডিজিটাল অর্থনীতি প্রতিষ্ঠার জন্য ভবিষ্যতমুখী নীতিমালা গুরুত্বপূর্ণ, যা উদ্ভাবন ও নতুন প্রযুক্তি গ্রহণকে উৎসাহিত করবে। এ সময় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত একটি সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গ্রামীণফোন কাজ করছে বলে জানান প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশিদ।