কানাডা অফিসে ইডিপি কার্যক্রম শুরু আইসিসির

কানাডার টরন্টোতে নিজস্ব কার্যালয়ে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইডিপি) কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত সেশনে অতিথিরা
ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোতে নিজস্ব কার্যালয়ে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইডিপি) কার্যক্রম শুরু করেছে ইন্টারন্যাশনাল কনসালটিং কোম্পানি (আইসিসি) আইএনসি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ উপলক্ষে পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে একটি সেশন পরিচালনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। এতে নবীন এবং মধ্যম শ্রেণির কর্মকর্তাদের পাশাপাশি করপোরেট খাতের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অধ্যাপক জহিরুল হক করপোরেট নেতৃত্বের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গুণগত কাজের অভ্যাস, সময় ব্যবস্থাপনা, কীভাবে উৎপাদনশীলতা এবং গ্রাহক পরিষেবার গুণমান বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আলোকপাত করেন তিনি।

আইসিসির প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক কাজী জহির উদ্দিনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনটি শুরু হয়। আইসিসির নির্বাহী বোর্ডর সদস্য মিনারা বেগম এ সময় উপস্থিত ছিলেন।