মানবতাবিরোধী অপরাধের চার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল
জুলাই গণ-অভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের চারটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে।
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুমতি দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি নাম দিয়ে ইসলামিক ভাবধারার ৯ তরুণকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ১৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি হত্যার পর তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হওয়া মামলার নথিপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে দেওয়ার আদেশও দেওয়া হয়েছে।
সোমবার শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জাহাজবাড়ি মামলার তদন্ত করতে গিয়ে দেখা যায়, যাঁদের হত্যা করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলাও হয়েছিল। এই মামলার তদন্তের স্বার্থে সে সময় যে মামলা হয়েছে, তার নথি দরকার।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা এই মামলার আসামি। তাঁরা কারাগারে আছেন। সোমবার তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
এ ছাড়া গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন মাস বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল এই মামলার প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ আগামী ১২ অক্টোবর নির্ধারণ করেছেন।
শুনানিতে প্রসিকিউশন বলেন, গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ এলাকায় ৪০ জনকে হত্যার একটি মামলায় ৮ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল এ মামলার প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন আগামী ১৪ সেপ্টেম্বর।
গণ-অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনে নিচে ফেলে দেওয়া শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ১২ আগস্ট নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।