বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে উপদেষ্টা নাহিদ, দ্রুত স্পিডবোট-ট্রলার পাঠাতে বললেন
বন্যা পরিস্থিতি মোকাবিলায় যাঁর যাঁর জায়গা থেকে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
বন্যাদুর্গত এলাকায় দ্রুত বোট পাঠানোসহ বিভিন্ন দাবি নিয়ে আজ ভোরে বিআইডব্লিউটিএ কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা। সেখানে নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সকালে বিআইডব্লিউটিএতে গিয়েছিলেন।
ঘটনাস্থলের এক ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে থাকা নাহিদ ইসলাম মুঠোফোনে কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। তিনি বলেন, ‘সবাইকে একটু দ্রুত আসতে বলেন, যাঁরা ডিসিশন মেকার আছেন। ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সরকারি-বেসরকারি যেসব প্রতিষ্ঠান আছে, তাদের কল করুন। যে বোটগুলো আছে, স্পিডবোট, ট্রলার আছে, সেগুলো পাঠানোসহ যে ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নিন। শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করুন। সব কটিকে বলে দেন, এটা একদম প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্দেশ আছে। আর কন্ট্রোল রুম কখন চালু করা যাবে? এক ঘণ্টার মধ্যে চালু করার ব্যবস্থা নিন। তিনি সেখানে আছেন। চালু না হলে তিনি যাচ্ছেন না। বোট কোম্পানিগুলোকে কল দিয়ে বলে দিন, যাতে এখনই তারা প্রস্তুতি শুরু করে। যাওয়ার জন্য প্রস্তুতি নেয়।’
ফোনালাপ শেষে ঘটনাস্থলে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, ‘সবার প্রতি আহ্বান থাকবে, সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেভাবে ত্রাণ উত্তোলন করছেন, সেটা ঐক্যবদ্ধভাবে করুন। সরকারের জায়গা থেকেও ত্রাণ কার্যক্রম শুরু হবে।’ তিনি সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছেন, ‘সবাই দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করুন। যাঁর যাঁর জায়গা থেকে সব দিকনির্দেশনা চলে যাক। যাতে ছাত্রদের জায়গা থেকে নির্দেশনা দেওয়া না লাগে। যাতে ছাত্রদের আর কোনো প্রতিষ্ঠান এভাবে ঘেরাও করে দাবি আদায় করা না লাগে।’
নাহিদ ইসলাম বলেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে গণ-অভ্যুত্থান করেছেন। এখন একটি জাতীয় সংকট সামনে চলে এসেছে। এই পরিস্থিতি মোকাবিলায় সেই ঐক্য ধরে রাখতে হবে। সেই জায়গা থেকে তাঁরা সব সামাজিক, রাজনৈতিক শক্তি, ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছেন, সবাই যেন একসঙ্গে যাঁর যাঁর জায়গা থেকে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করেন। তাঁরা সবাই মিলে বাংলাদেশকে রক্ষা করবেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘সবাই জানেন, এই যে বাঁধ খুলে দেওয়া হলো, একটি রাজনৈতিক জায়গা থেকে দুর্যোগটি নিয়ে আসা হলো বাংলাদেশে, সেই জায়গা থেকেও তাদের এই রাজনৈতিক প্রশ্নটিকে মোকাবিলা করতে হবে। বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই বাঁধ খুলে দেওয়া হলো। বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র দাঁড়িয়েছে। তাঁরা এর নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা আহ্বান জানাবেন, যদি বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো রাষ্ট্র দাঁড়ায়, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু তার জবাব দেবে।’