ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের ১০ কোটি টাকার সহায়তা

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ কোটি টাকার ত্রাণসহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক। এর মধ্যে ব্র্যাক পরিবারের পক্ষ থেকে ৭ কোটি টাকা এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের অংশ হিসেবে এ ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। ব্র্যাক পরিবারের ৭ কোটি টাকার মধ্যে তাদের নিজস্ব তহবিল থেকে ৩ কোটি টাকা এবং ব্র্যাককর্মীদের ১ দিনের বেতন থেকে ৪ কোটি টাকা দেওয়া হয়েছে। মোট ১০ কোটি টাকার সহায়তা রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সংগ্রহ, তাঁদের ঘরবাড়ি, নিরাপদ পানির উৎস, শৌচাগার পুনর্নির্মাণ এবং জীবিকার পুনর্বাসনে ব্যয় করা হবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ব্র্যাকের মাঠপর্যায়ের কর্মী ও স্বেচ্ছাসেবকেরা কঠোর পরিশ্রম করছেন এবং দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছেন। তাৎক্ষণিকভাবে ত্রাণ কার্যক্রম শুরুর জন্য ব্র্যাকের নিজস্ব তহবিল ব্যবহার করা হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে প্রয়োজন অনেক বেশি এবং দরকার সম্মিলিত ও টেকসই প্রচেষ্টা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিমালে ক্ষতিগ্রস্তদের বিকাশের মাধ্যমে সহায়তা দেওয়া যাবে ০১৭৩০৩২১৭৬৫ নম্বরে (মেক পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে)। ব্র্যাক ব্যাংকের ১৫০১২০-২৩১৬৪৭৪০০১ অ্যাকাউন্ট, গুলশান-১, গুলশান অ্যাভিনিউ, ঢাকাতেও অনুদানের অর্থ পাঠানো যাবে। দেশ ও দেশের বাইরে থেকে অনুদান পাঠানোর বিকল্প ব্যবস্থা ব্র্যাকের ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হুসেইন বলেন, ‘বিপদে মানুষের পাশে থাকা আমাদের অঙ্গীকার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। আমরা ইতিবাচক পরিবর্তন আনার জন্য সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বাসী।’