আগামীকাল পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে কালুরঘাট সেতু
সেতুর দুই প্রান্তে উচ্চতা প্রতিবন্ধক বসানোর কাজের জন্য আগামীকাল সোমবার চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পাঁচ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে। আজ রোববার রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী মো. আবরার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার বরাবর পাঠানো চিঠিতে জানানো হয়, কর্ণফুলী রেলওয়ে সেতুর উভয় প্রান্তে উচ্চতা প্রতিবন্ধক স্থাপন কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা প্রয়োজন। তাই সুষ্ঠুভাবে এ কাজ সম্পন্নের জন্য ট্রাফিক সার্জেন্টদের পর্যাপ্ত পুলিশ ফোর্সসহ সংযোগ সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজে সহায়তার নির্দেশ দেওয়া হলো।
বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম নগরকে সংযুক্ত করেছে কালুরঘাট সেতু। দিনের বেলা অফিস-আদালতে যাতায়াতের জন্য হাজারো মানুষ এই সেতু ব্যবহার করেন।
দিনের বেলা কাজ করলে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে এক প্রশ্নের জবাবে রেলওয়ের সেতু প্রকৌশলী (পূর্বাঞ্চল) মো. আবরার হোসেন প্রথম আলোকে বলেন, যেহেতু এখন অফিস সময় সকাল ৯টা থেকে, তাই তারপর কাজ করা হবে। অফিস ছুটির আগেই কাজ শেষ হবে। ভোগান্তি কম হবে বলে আশা করেন তিনি। পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের জন্য নগর পুলিশ কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।
নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (উত্তর) জয়নুল আবেদীন বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে মাঠে থাকবে ট্রাফিক উত্তর বিভাগ। কাজ চলাকালে বিকল্প সড়ক হিসেবে কর্ণফুলী তৃতীয় সেতু ব্যবহার করতে হবে।