রিমার্ক এইচবি লিমিটেডের স্ট্র্যাটেজিক পার্টনারস মিট অনুষ্ঠিত

ফিতা কেটে রিমার্ক স্ট্র্যাটেজিক পার্টনারস মিট ২০২৩-এর উদ্বোধন করেন রিমার্ক এইচবি লিমিটেডের চেয়ারম্যান এস এম আশরাফুল আলমছবি: সংগৃহীত

রিমার্ক এইচবি লিমিটেডের হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিপার্টমেন্টের ‘স্ট্র্যাটেজিক পার্টনারস মিট ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ডিসেম্বর (শনিবার) মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিমার্ক এইচবি লিমিটেডের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া, পরিচালকেরাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের সব প্রান্তের স্ট্র্যাটেজিক পার্টনাররা এতে অংশ নেন।

রিমার্কের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমগীর আলম সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বক্তারা রিমার্কের উৎপাদিত পণ্যের মান নিয়ে ক্রেতাদের সন্তুষ্টির কথা জানান এবং ভোক্তাদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রিমার্কের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম অতিথিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘গুণগতমানের নিশ্চয়তা, উদ্ভাবনী ক্ষমতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে রিমার্ক তার পার্টনারদের সঙ্গে নিয়ে পাড়ি দিতে চায় দীর্ঘ পথ।’

রিমার্ক এইচবির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ারের পণ্য। দক্ষিণ এশিয়ায় উন্নত মানের এসব পণ্য উৎপাদনের আন্তর্জাতিক হাব হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।’

এই পার্টনারস মিটে রিমার্কের উৎপাদিত বিভিন্ন পণ্য অতিথিদের সামনে তুলে ধরা হয় এবং চলমান প্রমোশনাল কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির পরবর্তী কর্মপরিকল্পনা ও বিগত বছরের অর্জন সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আসা অতিথিরা কারখানা প্রাঙ্গণ ও প্রোডাকশন ফ্যাসিলিটিজ ঘুরে দেখেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক রিমার্ক এলএলসির অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন স্কিন কেয়ার, কালার কসমেটিকস ও হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান।