চট্টগ্রামের ফয়’স লেকে আনন্দ-উচ্ছ্বাসে শুরু হলো কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের মূল ফটকের বাইরে শিক্ষার্থীদের লম্বা সারি
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। ফয়’স লেক পার্কের অপূর্ব নিসর্গ উপভোগ করার সুযোগ তো থাকছেই, পাশাপাশি উৎসবের সাংস্কৃতিক পর্বে অভিনয়শিল্পী আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীসহ আরও অনেক শিল্পী-তারকাকে কাছ থেকে দেখার সুযোগও মিলবে। এ জন্য বাড়তি উচ্ছ্বাস যেন দেখা গেল উৎসবে আসা শিক্ষার্থীদের মধ্যে।

দুই পাশে সারি সারি পাহাড়, মাঝে ছবির মতো হ্রদ। পার্কজুড়ে বিনোদনের নানা উপকরণ ছড়িয়ে-ছিটিয়ে আছে। এমন পরিবেশেই হচ্ছে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। অনুষ্ঠানের নির্ধারিত সময়ের বহু আগে থেকেই ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের মূল ফটকের বাইরে দেখা গেল হাজার হাজার শিক্ষার্থীর লম্বা লাইন। সকাল ৯টায় একে একে প্রবেশ করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। কেউ এসেছে মায়ের হাত ধরে, আবার কেউ ছোট ভাই বা বোনকে নিয়ে এসেছে। সব মিলিয়ে যেন এক মিলনমেলা।

আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আবার শুরু হলো কৃতী শিক্ষার্থীদের জিপিএ-৫ উৎসব। উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

প্রথম আলো পত্রিকা ও ম্যাগাজিন বুথে দর্শনার্থীরা
ছবি: সৌরভ দাশ

শিক্ষার্থীরা পার্কে ঢুকতেই ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের সকালের নীরব-নিভৃত পরিবেশ যেন মুহূর্তে পাল্টে গেল। উচ্ছ্বাসের ঢেউ খেলে গেল চারদিকে। একে অপরকে কাছে পেয়ে সহপাঠী-বন্ধুদের যেন উচ্ছ্বাসের শেষ নেই। এই উৎসবের ক্ষণ একসঙ্গে উপভোগ করার বিরল মুহূর্ত মুঠোফোনের ক্যামেরাবন্দী করতে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেল অনেককে।

এসবের ভিড়ে কথা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। মাশরুরল কবির, আসাদুল্লাহ আল মাহের, আহসানুল আবেদিন এবার বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে।

তারা প্রথম আলোকে বলে, ‘স্কুলের বন্ধুরা সবাই একেক জায়গায় ভর্তি হয়েছে। সবাই ছড়িয়ে গেছে। উৎসব উপলক্ষে বন্ধুদের সঙ্গে অনেক দিন পর আবার দেখা হলো। এখানে এসে দারুণ লাগছে।’

আরেক শিক্ষার্থী নওশিন জাহান গত বছর তার চাচাতো বোন জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী সংবর্ধনা উৎসবে এসেছিল। তার কাছ থেকে অনেক গল্প শুনেছে সে। আর এ বছর সে নিজেই এল বাবার সঙ্গে। পাশাপাশি এবারই প্রথম ফয়’স লেক পার্কে এসেছে। নওশিন এককথায় তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলে, ‘সব মিলিয়ে দারুণ অনুভূতি হচ্ছে।’

মেয়ে আফসানা জেরিনকে নিয়ে এসেছেন বাবা বুলবুল হাসান। পেশায় তিনি ব্যাংক কর্মকর্তা। চট্টগ্রামেই কর্মরত। মেয়ের ইচ্ছা চিকিৎসক হবে। বুলবুল হাসান বলেন, গত বছর প্রথম আলো পত্রিকায় এই উৎসবের খবর পড়েছিলেন। তখন থেকেই মেয়েকে বলেছিলেন, এ বছর অনুষ্ঠানে আসতে হবে। ভালো ফলাফল করতে হবে। মেয়ে পরিশ্রম করে জিপিএ-৫ পেয়েছে। আর মেয়েকে সংবর্ধনা দিচ্ছে প্রথম আলো। বিষয়টি তাঁকে বেশ আনন্দ দিচ্ছে।

দিনব্যাপী আয়োজনে যা থাকছে

দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (৩ মাস) ও চরকির (৩০ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর পক্ষ থেকে বিশেষ স্কলারশিপ, প্রথমা ডটকমে অনলাইন বই অর্ডারে অতিরিক্ত ১০ শতাংশসহ সর্বোচ্চ মোট ৩৫ শতাংশ ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশনের বইয়ে অতিরিক্ত ১০ শতাংশসহ মোট ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়া অতিরিক্ত দুটি সংখ্যা ও একটি আকর্ষণীয় চাবির রিং একদম ফ্রি। এ ছাড়া রয়েছে ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স এবং কনকর্ডের পক্ষ থেকে দুপুরের খাবার, ফয়’স লেকে বিনা মূল্যে প্রবেশের টিকিট, রাইডে ওঠার সুযোগসহ অন্যান্য উপহার।

আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আবার শুরু হলো কৃতী শিক্ষার্থীদের জিপিএ-৫ উৎসব
ছবি: প্রথম আলো

উৎসব প্রাঙ্গণে বসেছে চরকির স্টল। সেখানে সাবক্রিপশনের জন্য অপেক্ষা করছিল শিক্ষার্থী রতন দাশ। সে বলে, চরকিতে আফরান নিশো তার প্রিয় অভিনেতা। তার অভিনীত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র দেখার ইচ্ছা ছিল। সাবস্ক্রিপশন পেয়ে প্রথমেই সে সুড়ঙ্গ দেখবে। এরপর ‘পেট কাটা ষ’, ‘ঊনলৌকিক’ দেখার ইচ্ছা তার। পাশাপাশি আজ নিশোকে কাছ থেকে দেখা হবে। সেই উত্তেজনা যেন বেড়েই চলেছে তার মধ্যে।

তারার মেলা

শিক্ষার্থীদের সাফল্যের আনন্দ উদ্‌যাপন করতে সাংস্কৃতিক পর্বে অভিনয়শিল্পী আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী, জনপ্রিয় ব্যান্ড বে অব বেঙ্গলের শিল্পীরাসহ আরও অনেক তারকা উপস্থিত থাকবেন। অন্যদিকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উৎসবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক আদনান মান্নান, চিকিৎসক ও সমাজকর্মী ফারহানা আক্তার, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হকসহ বিশিষ্টজনেরা।