ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেসের সঙ্গে ফিনলে প্রপার্টিজের চুক্তি
‘ফিনলে সাউথ সিটি শপিং মল’ প্রকল্পের এইচভিএসি সরবরাহ ও ইনস্টলেশনের জন্য ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে ফিনলে প্রপার্টিজ। চুক্তি অনুযায়ী ট্রাইটেক এই প্রকল্পের জন্য ৮০০ টন মিডিয়া ব্র্যান্ডের ভিআরএফ এসি সরবরাহ, সিস্টেম ইনস্টলেশন ও যাবতীয় প্রজেক্ট এক্সিকিউশনের কাজ সম্পাদন করবে।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের পক্ষে কোম্পানির পরিচালক রাজিব রায়হান এবং ফিনলে প্রপার্টিজ লিমিটেডের পক্ষে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মুফাখ্খারুল ইসলাম খসরু চুক্তিতে সই করেন।
চট্টগ্রামের বহদ্দারহাট সার্কেলে অবস্থিত ফিনলে সাউথ সিটি শপিং মল প্রকল্প। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে এইচভিএসি–আর ইন্ডাস্ট্রিতে কাজ করে আসা ট্রাইটেক বাংলাদেশে প্রথম ভিআরএফ এসি প্রযুক্তি প্রবর্তনকারী কোম্পানি। যাদের রয়েছে বাংলাদেশে সবচেয়ে বড় ভিআরএফ এসি প্রকল্প নিয়ে কাজ করার অভিজ্ঞতা।