#ঈদভালোহোক

১ / ১৫৪
ঈদের দিন বরিশালের বাসিন্দা আবদুল্লাহ আল হাসিবের পরিবারের সদস্যরা।
ঈদের দিন বরিশালের বাসিন্দা আবদুল্লাহ আল হাসিবের পরিবারের সদস্যরা।
২ / ১৫৪
ঈদের দিনে মারুফ আহমেদের পরিবারের সদস্য।
ঈদের দিনে মারুফ আহমেদের পরিবারের সদস্য।
৩ / ১৫৪
জীবনের এই প্রথম বাবা, মা, ছোট ভাইকে ছাড়া ঢাকাতে ঈদ করছি। নিরাপত্তার সার্থেই যেতে পারিনি গ্রামের বাসা নাটোরে। এর পরেও সব না থাকাকে ভুলিয়ে দিয়েছে আমার অর্ধাঙ্গিনী। লিখেছেন পলক।
জীবনের এই প্রথম বাবা, মা, ছোট ভাইকে ছাড়া ঢাকাতে ঈদ করছি। নিরাপত্তার সার্থেই যেতে পারিনি গ্রামের বাসা নাটোরে। এর পরেও সব না থাকাকে ভুলিয়ে দিয়েছে আমার অর্ধাঙ্গিনী। লিখেছেন পলক।
৪ / ১৫৪
ঈদের দিনে রিকশায় নাঈম। করোনা ভাইরাসের আতঙ্কে মাঠে নামাজ হয়নি।
ঈদের দিনে রিকশায় নাঈম। করোনা ভাইরাসের আতঙ্কে মাঠে নামাজ হয়নি।
৫ / ১৫৪
ঘরের ভেতরে ঈদের নামাজ আদায় করছেন পরিবারের সদস্যরা। ছবিটি পাঠিয়েছেন ফারজানা নাজনীন রুমি।
ঘরের ভেতরে ঈদের নামাজ আদায় করছেন পরিবারের সদস্যরা। ছবিটি পাঠিয়েছেন ফারজানা নাজনীন রুমি।
৬ / ১৫৪
ঈদের দিনে নতুন সাজে শাহিনুর ইসলামের দুই কন্যা।
ঈদের দিনে নতুন সাজে শাহিনুর ইসলামের দুই কন্যা।
৭ / ১৫৪
ঈদের দিনে কুমিল্লার আহমেদ কাদেরের পরিবারের সদস্যরা।
ঈদের দিনে কুমিল্লার আহমেদ কাদেরের পরিবারের সদস্যরা।
৮ / ১৫৪
রাত-দিন মাসের পর মাস করোনা শনাক্তকরণের কাজ করছে, যারা গত ৩৫ দিনেও নিজেদের পরিবারের সঙ্গে একবারের জন্যও দেখা করতে যেতে পারেনি, যারা আজ ঈদের দিনও গবেষণাগারে করোনা শনাক্তে সারা দিন কাজ করছে, তাদের ঈদ আনন্দঘন কিনা বলা কঠিন তবে নিঃসন্দেহে ত্যাগের। তার নিজের, তার চেয়েও তাদের পরিবারের ছোট ছোট শিশুদের। ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা ওই সকল পরিবারের সদস্যদের, যারা নিজেদের আনন্দ ভাগ করে আমাদের সকলের স্বাস্থ্য সুরক্ষা করে। ছবিটি পাঠিয়েছেন বিএলআরআই-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী মো. এ সামাদ।
রাত-দিন মাসের পর মাস করোনা শনাক্তকরণের কাজ করছে, যারা গত ৩৫ দিনেও নিজেদের পরিবারের সঙ্গে একবারের জন্যও দেখা করতে যেতে পারেনি, যারা আজ ঈদের দিনও গবেষণাগারে করোনা শনাক্তে সারা দিন কাজ করছে, তাদের ঈদ আনন্দঘন কিনা বলা কঠিন তবে নিঃসন্দেহে ত্যাগের। তার নিজের, তার চেয়েও তাদের পরিবারের ছোট ছোট শিশুদের। ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা ওই সকল পরিবারের সদস্যদের, যারা নিজেদের আনন্দ ভাগ করে আমাদের সকলের স্বাস্থ্য সুরক্ষা করে। ছবিটি পাঠিয়েছেন বিএলআরআই-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী মো. এ সামাদ।
৯ / ১৫৪
ঈদের দিনে আরজিনা খাতুনের পরিবারের সদস্যরা।
ঈদের দিনে আরজিনা খাতুনের পরিবারের সদস্যরা।
১০ / ১৫৪
ঈদের দিনে কানিজ ফতেমা তুজ জোহরার সন্তান।
ঈদের দিনে কানিজ ফতেমা তুজ জোহরার সন্তান।
১১ / ১৫৪
ঈদের দিনে চট্টগ্রামের ইকবাল হোসেনের পরিবারের সদস্যরা।
ঈদের দিনে চট্টগ্রামের ইকবাল হোসেনের পরিবারের সদস্যরা।
১২ / ১৫৪
ঈদের দিন যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা।
ঈদের দিন যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা।
১৩ / ১৫৪
শরিফুল আলম কাতারপ্রবাসী। এই করোনাকালেও তাঁর কাজ থেমে নেই। ঈদের সকালে নিজ কর্মস্থলে শরিফুল আলম।
শরিফুল আলম কাতারপ্রবাসী। এই করোনাকালেও তাঁর কাজ থেমে নেই। ঈদের সকালে নিজ কর্মস্থলে শরিফুল আলম।
১৪ / ১৫৪
ইতালির মিলানোতে ঈদের জামাতের পর মহিউদ্দিন বাবর হক ও তাঁর পরিবারের সদস্যরা। মহিউদ্দিন বাবর হক জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে ইতালিতে গতকাল থেকে শর্তসাপেক্ষে ঈদের জামাতের অনুমতি দেওয়া শুরু করে। প্রধান শর্ত হচ্ছে সব মুসল্লির মাস্ক ও গ্লাভস থাকতে হবে। এ ছাড়া একজন থেকে আরেক জনের দূরত্ব এক মিটার হতে হবে। তাই আগে যেখানে ১ বা ২টি ঈদের জামাত হতো, সেখানে এখন ৫ থেকে ৬টি জামাত হচ্ছে ।
ইতালির মিলানোতে ঈদের জামাতের পর মহিউদ্দিন বাবর হক ও তাঁর পরিবারের সদস্যরা। মহিউদ্দিন বাবর হক জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে ইতালিতে গতকাল থেকে শর্তসাপেক্ষে ঈদের জামাতের অনুমতি দেওয়া শুরু করে। প্রধান শর্ত হচ্ছে সব মুসল্লির মাস্ক ও গ্লাভস থাকতে হবে। এ ছাড়া একজন থেকে আরেক জনের দূরত্ব এক মিটার হতে হবে। তাই আগে যেখানে ১ বা ২টি ঈদের জামাত হতো, সেখানে এখন ৫ থেকে ৬টি জামাত হচ্ছে ।
১৫ / ১৫৪
ঈদের দিন যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ হোসেনের পরিবারের সদস্য। মোহাম্মদ হোসেন এই ছবির শিরোনাম দিয়েছেন `বন্ধুহীন ঈদ`।
ঈদের দিন যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ হোসেনের পরিবারের সদস্য। মোহাম্মদ হোসেন এই ছবির শিরোনাম দিয়েছেন `বন্ধুহীন ঈদ`।
১৬ / ১৫৪
করোনাকালে জীবনে প্রথম বাসায় ঈদের নামাজ আদায় করলেন যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আবদুল মালেক ও তাঁর পরিবারের সদস্যরা।
করোনাকালে জীবনে প্রথম বাসায় ঈদের নামাজ আদায় করলেন যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আবদুল মালেক ও তাঁর পরিবারের সদস্যরা।
১৭ / ১৫৪
ঈদের দিন বাবার প্রতি সন্তানের ভালোবাসা। রফিকুল ইসলামের পাঠানো ছবি।
ঈদের দিন বাবার প্রতি সন্তানের ভালোবাসা। রফিকুল ইসলামের পাঠানো ছবি।
১৮ / ১৫৪
করোনাকালে ঘরবন্দী ঈদ। রাজীব চৌধুরির পাঠানো ছবি।
করোনাকালে ঘরবন্দী ঈদ। রাজীব চৌধুরির পাঠানো ছবি।
১৯ / ১৫৪
করোনায় মলিন হয়নি ঈদের আনন্দ। নূর ইসলামের পাঠানো ছবি।
করোনায় মলিন হয়নি ঈদের আনন্দ। নূর ইসলামের পাঠানো ছবি।
২০ / ১৫৪
মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি আমির হোসেন এই ছবি পাঠিয়ে লিখেছেন, করোনাভাইরাসের কারণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তাই ঘরেই ঈদের নামাজ পড়েছেন সবাই।
মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি আমির হোসেন এই ছবি পাঠিয়ে লিখেছেন, করোনাভাইরাসের কারণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তাই ঘরেই ঈদের নামাজ পড়েছেন সবাই।
২১ / ১৫৪
ঈদের নামাজের জন্য প্রস্তুত হচ্ছে সারিনা ও সামরিনা। তারা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের দুই মেয়ে। করোনা পরিস্থিতির জন্য ঘরেই আদায় হচ্ছে ঈদের নামাজ।
ঈদের নামাজের জন্য প্রস্তুত হচ্ছে সারিনা ও সামরিনা। তারা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের দুই মেয়ে। করোনা পরিস্থিতির জন্য ঘরেই আদায় হচ্ছে ঈদের নামাজ।
২২ / ১৫৪
মো. রাতুল ইসলামের পাঠানো ঈদের সকালের ছবি।
মো. রাতুল ইসলামের পাঠানো ঈদের সকালের ছবি।
২৩ / ১৫৪
ঈদের সকালে মাঈন উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা।
ঈদের সকালে মাঈন উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা।
২৪ / ১৫৪
ঈদের দিন নাঈম। তিনি লিখেছেন, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। যদিও এবার কোলাকুলি হচ্ছে না ঈদে। হচ্ছে না বন্ধুদের নিয়ে আড্ডা কিংবা আত্মীয়স্বজনদের বাড়িতে গিয়ে সালাম করা। করোনাভাইরাসের থাবায় নিদারুণ আতঙ্কে কাটছে দিন। তারপরও নাঈম নামাজ আদায় করেছেন মাঠে। এরপর সামাজিক দূরত্ব বজায় রেখেই হয়েছে বন্ধুদের সঙ্গে দেখা ও আড্ডা।
ঈদের দিন নাঈম। তিনি লিখেছেন, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। যদিও এবার কোলাকুলি হচ্ছে না ঈদে। হচ্ছে না বন্ধুদের নিয়ে আড্ডা কিংবা আত্মীয়স্বজনদের বাড়িতে গিয়ে সালাম করা। করোনাভাইরাসের থাবায় নিদারুণ আতঙ্কে কাটছে দিন। তারপরও নাঈম নামাজ আদায় করেছেন মাঠে। এরপর সামাজিক দূরত্ব বজায় রেখেই হয়েছে বন্ধুদের সঙ্গে দেখা ও আড্ডা।
২৫ / ১৫৪
স্ত্রীর সঙ্গে ফজলে রাব্বি। জীবিকার প্রয়োজনে ঢাকায় আছেন রাব্বি। করোনাকালীন এই ঈদ দুজন কাটাচ্ছেন দুই জায়গায়।
স্ত্রীর সঙ্গে ফজলে রাব্বি। জীবিকার প্রয়োজনে ঢাকায় আছেন রাব্বি। করোনাকালীন এই ঈদ দুজন কাটাচ্ছেন দুই জায়গায়।
২৬ / ১৫৪
থাইল্যান্ডের ব্যাংককে ঈদের দিন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গে রাকিবুল রাসু।
থাইল্যান্ডের ব্যাংককে ঈদের দিন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গে রাকিবুল রাসু।
২৭ / ১৫৪
ঈদের দিন পরিবারের সদস্যদের সঙ্গে কানাডাপ্রবাসী মোহাম্মদ সাকিবুর রহমান খান। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত আকারে গৃহবন্দী ঈদ পালন করছেন তাঁরা।
ঈদের দিন পরিবারের সদস্যদের সঙ্গে কানাডাপ্রবাসী মোহাম্মদ সাকিবুর রহমান খান। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত আকারে গৃহবন্দী ঈদ পালন করছেন তাঁরা।
২৮ / ১৫৪
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি মো. মোস্তাফিজুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা আদায় করছেন ঈদের নামাজ। করোনা পরিস্থিতির কারণে বাসার পেছনের বাগানে ঈদের নামাজ আদায় করেছেন তাঁরা।
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি মো. মোস্তাফিজুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা আদায় করছেন ঈদের নামাজ। করোনা পরিস্থিতির কারণে বাসার পেছনের বাগানে ঈদের নামাজ আদায় করেছেন তাঁরা।
২৯ / ১৫৪
ঈদের দিন সকালে এক শিশুর আনন্দ উদযাপন। ইতালি থেকে মেয়ে খোন্দকার নবনী গ্রন্থনার এই ছবিটি পাঠিয়েছেন আরাফাত আহমেদ।
ঈদের দিন সকালে এক শিশুর আনন্দ উদযাপন। ইতালি থেকে মেয়ে খোন্দকার নবনী গ্রন্থনার এই ছবিটি পাঠিয়েছেন আরাফাত আহমেদ।
৩০ / ১৫৪
ঈদের আনন্দে আলভিনা ও আনুশীল। যুক্তরাজ্য থেকে ছবিটি পাঠিয়েছেন তাদের বাবা মো. রাশিদুল হাসান।
ঈদের আনন্দে আলভিনা ও আনুশীল। যুক্তরাজ্য থেকে ছবিটি পাঠিয়েছেন তাদের বাবা মো. রাশিদুল হাসান।
৩১ / ১৫৪
করোনার কারণে সামাজিক দূরত্ব মেনে এভাবে ঈদের নামাজ আদায় করেন টরন্টো প্রবাসী কামরুল হাসান।
করোনার কারণে সামাজিক দূরত্ব মেনে এভাবে ঈদের নামাজ আদায় করেন টরন্টো প্রবাসী কামরুল হাসান।
৩২ / ১৫৪
ঈদের আগের গ্রামের শিশু-কিশোরদের এই আনন্দ ক্যামেরাবন্দী করেছেন সবুজ আহমেদ।
ঈদের আগের গ্রামের শিশু-কিশোরদের এই আনন্দ ক্যামেরাবন্দী করেছেন সবুজ আহমেদ।
৩৩ / ১৫৪
যশোরের ঝিকরগাছার ছেলে তুহিন আলম ১ বছর আগে পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়ায়। লকডাউনের কারণে প্রায় ৩ মাস ধরে ঘরে বন্দী। শেষ পর্যন্ত ঈদের দিনে একটু মন ভালো চেষ্টা।
যশোরের ঝিকরগাছার ছেলে তুহিন আলম ১ বছর আগে পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়ায়। লকডাউনের কারণে প্রায় ৩ মাস ধরে ঘরে বন্দী। শেষ পর্যন্ত ঈদের দিনে একটু মন ভালো চেষ্টা।
৩৪ / ১৫৪
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন বাদল হোসেন।
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন বাদল হোসেন।
৩৫ / ১৫৪
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন নবী ভূঁইয়া।
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন নবী ভূঁইয়া।
৩৬ / ১৫৪
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন আসিফ মাহমুদ।
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন আসিফ মাহমুদ।
৩৭ / ১৫৪
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন হৃদয় খান।
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন হৃদয় খান।
৩৮ / ১৫৪
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন জামাল হোসেন।
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন জামাল হোসেন।
৩৯ / ১৫৪
নিরাপদ সামাজিক দূরত্ব মেনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিউনিটি মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর। ছবিটি পাঠিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান।
নিরাপদ সামাজিক দূরত্ব মেনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিউনিটি মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর। ছবিটি পাঠিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান।
৪০ / ১৫৪
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন আরিফ হোসেন ফারাজি।
ঈদ আনন্দের এই ছবি পাঠিয়েছেন আরিফ হোসেন ফারাজি।
৪১ / ১৫৪
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা! ঈদ উদ্যাপনের এই ছবি পাঠিয়েছেন নীল হাসান।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা! ঈদ উদ্যাপনের এই ছবি পাঠিয়েছেন নীল হাসান।
৪২ / ১৫৪
১৬ দিন ধরে সপরিবারে করোনার বিরুদ্ধে যুদ্ধ। অবশেষে জয়। ঈদ পালনের জন্য বাড়ি ফেরার আনন্দ তাই সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন মায়েদা ফাতিহা।
১৬ দিন ধরে সপরিবারে করোনার বিরুদ্ধে যুদ্ধ। অবশেষে জয়। ঈদ পালনের জন্য বাড়ি ফেরার আনন্দ তাই সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন মায়েদা ফাতিহা।
৪৩ / ১৫৪
অনেক দিন ঘরবন্দী মুসকান আর মেহরিন। ঈদ তাই ঘরে থাকা সবচেয়ে নতুন জামা পড়ে বাড়ির উঠোনে বেরিয়েছে। তাদের আনন্দের ছবি পাঠিয়েছেন আব্বাস হোসাইন।
অনেক দিন ঘরবন্দী মুসকান আর মেহরিন। ঈদ তাই ঘরে থাকা সবচেয়ে নতুন জামা পড়ে বাড়ির উঠোনে বেরিয়েছে। তাদের আনন্দের ছবি পাঠিয়েছেন আব্বাস হোসাইন।
৪৪ / ১৫৪
পারিবারিকভাবে ঈদ পালনের এই ছবি পাঠিয়েছেন এস এম তৌহিদুল ইসলাম।
পারিবারিকভাবে ঈদ পালনের এই ছবি পাঠিয়েছেন এস এম তৌহিদুল ইসলাম।
৪৫ / ১৫৪
বিপর্যস্ত সময়। ঘরবন্দী দিন। কোলাকুলি ছাড়া ঈদ। এমন অচেনা ঈদে বাড়িতে নিজেদের মতো সময়টাকে উপভোগ্য করে তোলার চেষ্টা আমাদের। নতুন কাপড় পরতেই সেলফি কুইন আমার প্রিয় ভাতিজি আমরিন বলে, `সেলফি।` ছবিটি পাঠিয়েছেন শাহাদাত স্বাধীন।
বিপর্যস্ত সময়। ঘরবন্দী দিন। কোলাকুলি ছাড়া ঈদ। এমন অচেনা ঈদে বাড়িতে নিজেদের মতো সময়টাকে উপভোগ্য করে তোলার চেষ্টা আমাদের। নতুন কাপড় পরতেই সেলফি কুইন আমার প্রিয় ভাতিজি আমরিন বলে, `সেলফি।` ছবিটি পাঠিয়েছেন শাহাদাত স্বাধীন।
৪৬ / ১৫৪
পারিবারিকভাবে ঈদ পালনের এই ছবি পাঠিয়েছেন মোহাম্মদ আলী রিফাই।
পারিবারিকভাবে ঈদ পালনের এই ছবি পাঠিয়েছেন মোহাম্মদ আলী রিফাই।
৪৭ / ১৫৪
ঈদ পালনের এই ছবি পাঠিয়েছেন মনির হোসাইন।
ঈদ পালনের এই ছবি পাঠিয়েছেন মনির হোসাইন।
৪৮ / ১৫৪
নিজের ঈদ পালনের এই ছবি পাঠিয়েছেন ফারহাল রাইহান।
নিজের ঈদ পালনের এই ছবি পাঠিয়েছেন ফারহাল রাইহান।
৪৯ / ১৫৪
রাজধানীর মোহাম্মদপুরে খান পরিবারের ঈদ পালনের এই ছবি পাঠিয়েছেন হামিদ খান।
রাজধানীর মোহাম্মদপুরে খান পরিবারের ঈদ পালনের এই ছবি পাঠিয়েছেন হামিদ খান।
৫০ / ১৫৪
রবন্দী ঈদে প্রকৃতির মাঝে সন্তানের সঙ্গে। ছবিটি পাঠিয়েছেন রাহাত খান।
রবন্দী ঈদে প্রকৃতির মাঝে সন্তানের সঙ্গে। ছবিটি পাঠিয়েছেন রাহাত খান।
৫১ / ১৫৪
ঈদের দিন সকালে আল আমিন সরকার ও তাঁর পরিবারের সদস্যরা।
ঈদের দিন সকালে আল আমিন সরকার ও তাঁর পরিবারের সদস্যরা।
৫২ / ১৫৪
একটু ভিন্নভাবে ঈদের পুরো দিনটাই বাচ্চাদের সঙ্গে কাটিয়েছেন মো. ইশতিয়াক আহাম্মেদ। তিনি গাজীপুরের বাসিন্দা।
একটু ভিন্নভাবে ঈদের পুরো দিনটাই বাচ্চাদের সঙ্গে কাটিয়েছেন মো. ইশতিয়াক আহাম্মেদ। তিনি গাজীপুরের বাসিন্দা।
৫৩ / ১৫৪
ঈদের দিনে শাগুফা আনোয়ার ও তাঁর পরিবারের সদস্যরা।
ঈদের দিনে শাগুফা আনোয়ার ও তাঁর পরিবারের সদস্যরা।
৫৪ / ১৫৪
ঈদের দিনে প্রিয়জনদের সঙ্গে উজ্জ্বল খান।
ঈদের দিনে প্রিয়জনদের সঙ্গে উজ্জ্বল খান।
৫৫ / ১৫৪
ঈদের দিনের এই ছবিটি পাঠিয়েছেন নাহিদ জুলফিকার। তিনি লিখেছেন, মহামারির দিনে শিশুর মুখে হাসির কারণ এই ঈদ।
ঈদের দিনের এই ছবিটি পাঠিয়েছেন নাহিদ জুলফিকার। তিনি লিখেছেন, মহামারির দিনে শিশুর মুখে হাসির কারণ এই ঈদ।
৫৬ / ১৫৪
ঈদে বাবা-মেয়ের এই ছবিটি পাঠিয়েছেন মোস্তফা তারিক রনি।
ঈদে বাবা-মেয়ের এই ছবিটি পাঠিয়েছেন মোস্তফা তারিক রনি।
৫৭ / ১৫৪
ঈদের দিনে প্রিয়জনদের সঙ্গে তালুকদার মফিদুল ইসলাম।
ঈদের দিনে প্রিয়জনদের সঙ্গে তালুকদার মফিদুল ইসলাম।
৫৮ / ১৫৪
ঈদের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে কাওসার আহমেদ। তিনি ছবিটির শিরোনাম দিয়েছেন, ছাদের কোনায় টুকরো ঈদ।
ঈদের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে কাওসার আহমেদ। তিনি ছবিটির শিরোনাম দিয়েছেন, ছাদের কোনায় টুকরো ঈদ।
৫৯ / ১৫৪
লকডাউনের কারণে বাসা থেকে কোথাও যেতে পারেনি পরিবারের কেউ। তাই রাফসানা ইসলাম নতুন জামা পরে নাটোরের বাসাতেই ঈদের আনন্দ করছে। ছবিটি পাঠিয়েছেন রাফসানার বাবা মুরাদুল ইসলাম।
লকডাউনের কারণে বাসা থেকে কোথাও যেতে পারেনি পরিবারের কেউ। তাই রাফসানা ইসলাম নতুন জামা পরে নাটোরের বাসাতেই ঈদের আনন্দ করছে। ছবিটি পাঠিয়েছেন রাফসানার বাবা মুরাদুল ইসলাম।
৬০ / ১৫৪
ঈদের দিনে প্রিয়জনের সঙ্গে মো. তাইফুর রহমান।
ঈদের দিনে প্রিয়জনের সঙ্গে মো. তাইফুর রহমান।
৬১ / ১৫৪
বন্ধুদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন আরিফ মো. শরিফ।
বন্ধুদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন আরিফ মো. শরিফ।
৬২ / ১৫৪
করোনাকালে প্রিয়জনদের সঙ্গে ঘরবন্দী ঈদ কাটানোর এই ছবিটি পাঠিয়েছেন রাজিবুল হাসান।
করোনাকালে প্রিয়জনদের সঙ্গে ঘরবন্দী ঈদ কাটানোর এই ছবিটি পাঠিয়েছেন রাজিবুল হাসান।
৬৩ / ১৫৪
ঈদে ভাই-বোনের আনন্দ ভাগাভাগি। কুমিল্লা থেকে ছবিটি পাঠিয়েছেন জাহিদুল ইসলাম।
ঈদে ভাই-বোনের আনন্দ ভাগাভাগি। কুমিল্লা থেকে ছবিটি পাঠিয়েছেন জাহিদুল ইসলাম।
৬৪ / ১৫৪
ঈদের দিনের এই ছবিটি ভোলা থেকে পাঠিয়েছেন মো. হাবিবুল্লাহ হায়দার ইমন।
ঈদের দিনের এই ছবিটি ভোলা থেকে পাঠিয়েছেন মো. হাবিবুল্লাহ হায়দার ইমন।
৬৫ / ১৫৪
ঈদের দিনে দুই শিশুর আনন্দ উদযাপন। কুমিল্লার বাসিন্দা রাহিতা রায়হান ছবিটি পাঠিয়েছেন।
ঈদের দিনে দুই শিশুর আনন্দ উদযাপন। কুমিল্লার বাসিন্দা রাহিতা রায়হান ছবিটি পাঠিয়েছেন।
৬৬ / ১৫৪
ঈদের দিন মসজিদে যাওয়ার আগ মুহূর্তে প্রতিবেশী ছোট ভাই প্রিরন ও পারভেজের সঙ্গে আতিকুজ্জামান। তিনি রংপুরের বাসিন্দা।
ঈদের দিন মসজিদে যাওয়ার আগ মুহূর্তে প্রতিবেশী ছোট ভাই প্রিরন ও পারভেজের সঙ্গে আতিকুজ্জামান। তিনি রংপুরের বাসিন্দা।
৬৭ / ১৫৪
করোনাকালে সাবিতের ঈদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আফরোজ ছবিটি পাঠিয়েছেন।
করোনাকালে সাবিতের ঈদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আফরোজ ছবিটি পাঠিয়েছেন।
৬৮ / ১৫৪
বাসার ছাদে বেড়িয়েই হলো দুই শিশুর ঈদ উদযাপন। গত ১০ মার্চ থেকে তারা ঘরবন্দী। ছবিটি পাঠিয়েছেন ঢাকার বাসিন্দা মোহাম্মদ হামিদুর রহমান।
বাসার ছাদে বেড়িয়েই হলো দুই শিশুর ঈদ উদযাপন। গত ১০ মার্চ থেকে তারা ঘরবন্দী। ছবিটি পাঠিয়েছেন ঢাকার বাসিন্দা মোহাম্মদ হামিদুর রহমান।
৬৯ / ১৫৪
ঈদের দিন বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে মমিনুল আলম।
ঈদের দিন বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে মমিনুল আলম।
৭০ / ১৫৪
ঈদের দিন ঘুড়ি ওড়ানোর সময় পরিবারের সদস্যদের সঙ্গে কামরুল হাসান।
ঈদের দিন ঘুড়ি ওড়ানোর সময় পরিবারের সদস্যদের সঙ্গে কামরুল হাসান।
৭১ / ১৫৪
বাইরে এখন যাওয়া মানা। তাই ছোটদের নিয়ে ছাদবন্দী ঈদ উদযাপন করছেন সাতক্ষীরার জামাল হোসেন। তিনি চাকরিসূত্রে নাটোরে থাকেন।
বাইরে এখন যাওয়া মানা। তাই ছোটদের নিয়ে ছাদবন্দী ঈদ উদযাপন করছেন সাতক্ষীরার জামাল হোসেন। তিনি চাকরিসূত্রে নাটোরে থাকেন।
৭২ / ১৫৪
পরিবারসহ ঈদের আনন্দ উপভোগ করছেন মো. রেজাউল করিম। এক সেলফিতে চার সদস্যের হাসিমুখ ঈদের খুশি প্রকাশ করেছে।
পরিবারসহ ঈদের আনন্দ উপভোগ করছেন মো. রেজাউল করিম। এক সেলফিতে চার সদস্যের হাসিমুখ ঈদের খুশি প্রকাশ করেছে।
৭৩ / ১৫৪
এবারের ঈদে সামাজিক দূরুত্ব মানার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ পড়েছেন আসিফ সাত্তার।
এবারের ঈদে সামাজিক দূরুত্ব মানার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ পড়েছেন আসিফ সাত্তার।
৭৪ / ১৫৪
এবারের ঈদ অন্যরকম। পরিবারের সঙ্গে এবারের ঈদের বিশেষ মুহুর্তের ছবি পাঠিয়েছেন পল্লবী এলাকার শামসুন নাহার।
এবারের ঈদ অন্যরকম। পরিবারের সঙ্গে এবারের ঈদের বিশেষ মুহুর্তের ছবি পাঠিয়েছেন পল্লবী এলাকার শামসুন নাহার।
৭৫ / ১৫৪
ঈদে শিশুদের খুশি থাকে সবচেয়ে বেশি। মেয়েকে কোলে করে ঈদের আনন্দ উদযাপনের ছবিটি পাঠিয়েছেন জসিম উদ্দিন রায়হান
ঈদে শিশুদের খুশি থাকে সবচেয়ে বেশি। মেয়েকে কোলে করে ঈদের আনন্দ উদযাপনের ছবিটি পাঠিয়েছেন জসিম উদ্দিন রায়হান
৭৬ / ১৫৪
পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপনের ছবিটি রুয়ান্ডা থেকে পাঠিয়েছে জামিলুর রহমান চৌধুরী।
পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপনের ছবিটি রুয়ান্ডা থেকে পাঠিয়েছে জামিলুর রহমান চৌধুরী।
৭৭ / ১৫৪
এই প্রথম কোলাকুলি ছাড়া ইদ পালন করলাম আমরা। আশা করি এই দুঃসময় খুব গিগগিরই কেটে যাবে। মেইলে এ ছবি পাঠিয়ে লিখেছেন ইউনুস খান।
এই প্রথম কোলাকুলি ছাড়া ইদ পালন করলাম আমরা। আশা করি এই দুঃসময় খুব গিগগিরই কেটে যাবে। মেইলে এ ছবি পাঠিয়ে লিখেছেন ইউনুস খান।
৭৮ / ১৫৪
পরিবার থেকে দূরে এই আমাদের প্রথমবার ঈদ উদযাপন। ভিন্ন অনুভূতি আর নতুন অভিজ্ঞতা। ছবি পাঠিয়েছেন আহসানউল্লাহ সজল।
পরিবার থেকে দূরে এই আমাদের প্রথমবার ঈদ উদযাপন। ভিন্ন অনুভূতি আর নতুন অভিজ্ঞতা। ছবি পাঠিয়েছেন আহসানউল্লাহ সজল।
৭৯ / ১৫৪
ঈদের স্মৃতি রোমন্থন করে দুই বছর আগে তোলা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি  যুক্তরাষ্ট্র থেকে পাঠিয়েছেন ইয়াসির আরাফাত।
ঈদের স্মৃতি রোমন্থন করে দুই বছর আগে তোলা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি যুক্তরাষ্ট্র থেকে পাঠিয়েছেন ইয়াসির আরাফাত।
৮০ / ১৫৪
ছেলেকে নিয়ে ঈদ উদযাপন করছেন রাহাত মাহমুদুর। দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ছবিটি পাঠিয়েছেন।
ছেলেকে নিয়ে ঈদ উদযাপন করছেন রাহাত মাহমুদুর। দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ছবিটি পাঠিয়েছেন।
৮১ / ১৫৪
করোনা মোকাবিলায় হোম কোয়ারেন্টিনে থাকায় বারান্দায় প্রকৃতির সান্নিধ্যে পুরো পরিবার। উত্তরা থেকে আনজির মাহমুদ এ ছবি পাঠিয়েছেন।
করোনা মোকাবিলায় হোম কোয়ারেন্টিনে থাকায় বারান্দায় প্রকৃতির সান্নিধ্যে পুরো পরিবার। উত্তরা থেকে আনজির মাহমুদ এ ছবি পাঠিয়েছেন।
৮২ / ১৫৪
ঈদে বাচ্চারা বেড়াতে চায়। তাই কোথাও না নেমে গাড়ির ভেতরে থেকেই বাচ্চাদের নিয়ে ছবিটি তুলেছেন ঢাকার শাহীন উদ্দিন।
ঈদে বাচ্চারা বেড়াতে চায়। তাই কোথাও না নেমে গাড়ির ভেতরে থেকেই বাচ্চাদের নিয়ে ছবিটি তুলেছেন ঢাকার শাহীন উদ্দিন।
৮৩ / ১৫৪
টানা লকডাউনের মধ্যে অন্য রকম এক ঈদ পালন করলো মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা। দেশটির সরকারি ঘোষণা অনুযায়ী শর্তস্বাপেক্ষে মসজিদে ঈদের নামাজ পড়ার  অনুমতি থাকলেও বেশিরভাগ মানুষ বাসায় নামাজ আদায় করেছে।মালয়েশিয়া থেকে ছবি পাঠিয়েছেন মোস্তফা ইমরান।
টানা লকডাউনের মধ্যে অন্য রকম এক ঈদ পালন করলো মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা। দেশটির সরকারি ঘোষণা অনুযায়ী শর্তস্বাপেক্ষে মসজিদে ঈদের নামাজ পড়ার অনুমতি থাকলেও বেশিরভাগ মানুষ বাসায় নামাজ আদায় করেছে।মালয়েশিয়া থেকে ছবি পাঠিয়েছেন মোস্তফা ইমরান।
৮৪ / ১৫৪
করোনা পরিস্থিতিতে পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ  আদায় করেছেন সৌদি প্রবাসী রেজাউল করিম। রিয়াদে বাসার ছাদে তাঁরা নামাজ পড়েন।
করোনা পরিস্থিতিতে পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন সৌদি প্রবাসী রেজাউল করিম। রিয়াদে বাসার ছাদে তাঁরা নামাজ পড়েন।
৮৫ / ১৫৪
মহামারীর দুঃসময়ে ঈদ, পরিবারের অনেকেই অনুপস্থিত। তারপরও মায়ের সঙ্গে ঈদ বাড়ির চারদেয়াল আর বাড়ির ছাদেই সীমাবদ্ধ। বরগুনা থেকে ছবি পাঠিয়েছেন লামিয়া বর্ষা।
মহামারীর দুঃসময়ে ঈদ, পরিবারের অনেকেই অনুপস্থিত। তারপরও মায়ের সঙ্গে ঈদ বাড়ির চারদেয়াল আর বাড়ির ছাদেই সীমাবদ্ধ। বরগুনা থেকে ছবি পাঠিয়েছেন লামিয়া বর্ষা।
৮৬ / ১৫৪
২ মাস ধরে লকডাউনের ছুটিতে বাড়িতে বসে সবাই। আলিমা, নিশু, আর রাসেলের ঈদ গ্রামের বাড়িতে এভাবেই কেটেছে। কোথাও না গিয়ে ঘরে থেকেই সাজুগুজু করে ঈদ পালনে আনন্দের কোনো কমতি নেই। লক্ষীপুর থেকে ছবি পাঠিয়েছেন আলিমা সুমি।
২ মাস ধরে লকডাউনের ছুটিতে বাড়িতে বসে সবাই। আলিমা, নিশু, আর রাসেলের ঈদ গ্রামের বাড়িতে এভাবেই কেটেছে। কোথাও না গিয়ে ঘরে থেকেই সাজুগুজু করে ঈদ পালনে আনন্দের কোনো কমতি নেই। লক্ষীপুর থেকে ছবি পাঠিয়েছেন আলিমা সুমি।
৮৭ / ১৫৪
ঈদে হাতে মেহেদী পরে ওরা খুশি। ঢাকায় ঘরবন্দি ঈদে ৩ ভাই-বোনের ছবি পাঠিয়েছেন আবদুল্লাহিল ওয়ারিশ।
ঈদে হাতে মেহেদী পরে ওরা খুশি। ঢাকায় ঘরবন্দি ঈদে ৩ ভাই-বোনের ছবি পাঠিয়েছেন আবদুল্লাহিল ওয়ারিশ।
৮৮ / ১৫৪
এবারের ঈদে স্ত্রীকে সময় দিয়েছেন এবং ঘরেই কাটিয়েছেন সামি কবির। ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা স্বামী স্ত্রী দুজনেই খুশি।
এবারের ঈদে স্ত্রীকে সময় দিয়েছেন এবং ঘরেই কাটিয়েছেন সামি কবির। ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা স্বামী স্ত্রী দুজনেই খুশি।
৮৯ / ১৫৪
ভাইরাস সতর্কতায় কাছে আসতে মানা তাই দূরে থেকেই অদৃশ্য কোলাকুলিটা সেরে নেওয়া। ছবি পাঠিয়েছেন নিউইয়র্কের কুইন্স থেকে আবদুল্লাহ জাহিদ।
ভাইরাস সতর্কতায় কাছে আসতে মানা তাই দূরে থেকেই অদৃশ্য কোলাকুলিটা সেরে নেওয়া। ছবি পাঠিয়েছেন নিউইয়র্কের কুইন্স থেকে আবদুল্লাহ জাহিদ।
৯০ / ১৫৪
অনেকেই পরিবারসহ এবার ঈদ পালন করছেন। বাড়ির পাশে স্ত্রী ও সন্তানকে নিয়ে ছবি তুলেছেন লালমনিরহাটের রমনীগঞ্জের রোকনুজ্জামান।
অনেকেই পরিবারসহ এবার ঈদ পালন করছেন। বাড়ির পাশে স্ত্রী ও সন্তানকে নিয়ে ছবি তুলেছেন লালমনিরহাটের রমনীগঞ্জের রোকনুজ্জামান।
৯১ / ১৫৪
ঈদে এবার বাইরে ঘুরতে যেতে পারেনি ছোট্ট হামীম। বাড়িতে তার খেলনা গাড়িটি নিয়ে কেটেছে তার ঈদের দিন। নারাযণগঞ্জের বিশনন্দী দক্ষিণপাড়া থেকে ছবিটি পাঠিয়েছেন তাঁর মামা মেহদী নিহাদ।
ঈদে এবার বাইরে ঘুরতে যেতে পারেনি ছোট্ট হামীম। বাড়িতে তার খেলনা গাড়িটি নিয়ে কেটেছে তার ঈদের দিন। নারাযণগঞ্জের বিশনন্দী দক্ষিণপাড়া থেকে ছবিটি পাঠিয়েছেন তাঁর মামা মেহদী নিহাদ।
৯২ / ১৫৪
করোনা পিরিস্থিতিতে পেশাগত কারণে প্রথমবারের মত বাবা-মা এবং একমাত্র ছোট বোনকে ছেড়ে ঈদ করতে হয়েছে কর্মস্থলে। তবে মানুষের সেবার জন্য ডিউটিতে থাকায় পরিবার ছেড়ে ঈদ করার কষ্ট অনুভূত হয়নি মেডিকেল টেকনোলজিস্ট শাকিল আহমেদের। ছবিটি তাঁর পাঠানো।
করোনা পিরিস্থিতিতে পেশাগত কারণে প্রথমবারের মত বাবা-মা এবং একমাত্র ছোট বোনকে ছেড়ে ঈদ করতে হয়েছে কর্মস্থলে। তবে মানুষের সেবার জন্য ডিউটিতে থাকায় পরিবার ছেড়ে ঈদ করার কষ্ট অনুভূত হয়নি মেডিকেল টেকনোলজিস্ট শাকিল আহমেদের। ছবিটি তাঁর পাঠানো।
৯৩ / ১৫৪
মা-বাবার সঙ্গে এবার ঘরেই ঈদ কাটলো। ছবি পাঠিয়েছেন সাজিয়া আফরোজ।
মা-বাবার সঙ্গে এবার ঘরেই ঈদ কাটলো। ছবি পাঠিয়েছেন সাজিয়া আফরোজ।
৯৪ / ১৫৪
বন্ধুকে নিয়ে ঈদ উদযাপন। ঈদের ছবি পাঠিয়েছেন তালহা আমিন।
বন্ধুকে নিয়ে ঈদ উদযাপন। ঈদের ছবি পাঠিয়েছেন তালহা আমিন।
৯৫ / ১৫৪
ঈদের দিন বাড়িতেই পরিবারের সদস্যরা এবার নামাজ পড়েছেন। ছবি পাঠিয়েছেন সামরোজ সুলতানা।
ঈদের দিন বাড়িতেই পরিবারের সদস্যরা এবার নামাজ পড়েছেন। ছবি পাঠিয়েছেন সামরোজ সুলতানা।
৯৬ / ১৫৪
অনেকদিন ঘরবন্দি মুসকান আর মেহরিন। ঈদ তাই ঘরে থাকা সবচেয়ে নতুন জামা পড়ে বাড়ির উঠোনে বেরিয়েছে। ঈদের সকালে তাঁদের বাবার মুঠোফোনে তোলা। প্রেরক  আব্বাস হোসাইন, সৈয়দবাড়ি, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
অনেকদিন ঘরবন্দি মুসকান আর মেহরিন। ঈদ তাই ঘরে থাকা সবচেয়ে নতুন জামা পড়ে বাড়ির উঠোনে বেরিয়েছে। ঈদের সকালে তাঁদের বাবার মুঠোফোনে তোলা। প্রেরক আব্বাস হোসাইন, সৈয়দবাড়ি, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
৯৭ / ১৫৪
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করার এ ছবি পাঠিয়েছেন ইরানা জাহান।
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করার এ ছবি পাঠিয়েছেন ইরানা জাহান।
৯৮ / ১৫৪
ঘরবন্দি জীবন পৃথিবীর অসুখে, ঈদের  আনন্দ আসুক নতুনভাবে। ছবিতে পোশাকটি ১১বছর আগের। পুরাতন পোশাকেও ঈদের আনন্দ তা কোয়ারেন্টাইন ঈদ ছাড়া বোঝা অসম্ভব। ছবি: সুমাইয়া কবির মুনিয়া , ৩য় বর্ষ, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ঘরবন্দি জীবন পৃথিবীর অসুখে, ঈদের আনন্দ আসুক নতুনভাবে। ছবিতে পোশাকটি ১১বছর আগের। পুরাতন পোশাকেও ঈদের আনন্দ তা কোয়ারেন্টাইন ঈদ ছাড়া বোঝা অসম্ভব। ছবি: সুমাইয়া কবির মুনিয়া , ৩য় বর্ষ, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
৯৯ / ১৫৪
১১ মাস বয়সী সন্তান ও মাকে নিয়ে ঈদের আনন্দ। লকডাউনে আটকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরাও সিলেটে ঈদ করেছেন। বৃষ্টিস্নাত শেষ বিকেলের আলোয় বাসার ছাদে সবার সঙ্গে। ছবি: মাজহারুল হাসান মজুমদার, অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, শাবিপ্রবি, সিলেট।
১১ মাস বয়সী সন্তান ও মাকে নিয়ে ঈদের আনন্দ। লকডাউনে আটকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরাও সিলেটে ঈদ করেছেন। বৃষ্টিস্নাত শেষ বিকেলের আলোয় বাসার ছাদে সবার সঙ্গে। ছবি: মাজহারুল হাসান মজুমদার, অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, শাবিপ্রবি, সিলেট।
১০০ / ১৫৪
এবার ঘরের মধ্যে ছেলেদের নিয়ে ঈদ করতে হচ্ছে।  ছবি: মাজেদুল হক, বাবর রোড, ঢাকা।
এবার ঘরের মধ্যে ছেলেদের নিয়ে ঈদ করতে হচ্ছে। ছবি: মাজেদুল হক, বাবর রোড, ঢাকা।
১০১ / ১৫৪
ঈদে পরিবারের সদস্যদের খুশি চাওয়া থাকে সবচেয়ে বেশি। ছবি পাঠিয়েছেন কামরুজ্জামান হাওলাদার।
ঈদে পরিবারের সদস্যদের খুশি চাওয়া থাকে সবচেয়ে বেশি। ছবি পাঠিয়েছেন কামরুজ্জামান হাওলাদার।
১০২ / ১৫৪
এভাবেই ঈদের দিনটি কাটিয়েছে তিন বছর বয়সী আনিসা নাওয়ার নুসাইফা। ঢাকার মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি থেকে ছবিটি পাঠিয়েছেন তামজীদ আহম্মদ।
এভাবেই ঈদের দিনটি কাটিয়েছে তিন বছর বয়সী আনিসা নাওয়ার নুসাইফা। ঢাকার মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি থেকে ছবিটি পাঠিয়েছেন তামজীদ আহম্মদ।
১০৩ / ১৫৪
ঈদের দিনে যুক্তরাজ্যপ্রবাসী আহনাফ কবির ও তাঁর পরিবারের সদস্যরা।
ঈদের দিনে যুক্তরাজ্যপ্রবাসী আহনাফ কবির ও তাঁর পরিবারের সদস্যরা।
১০৪ / ১৫৪
ঈদের দিনে ওয়ায়েস খান ও তাঁর প্রিয়জনেরা। পর্তুগালের লিসবন থেকে তিনি ছবিটি পাঠিয়েছেন।
ঈদের দিনে ওয়ায়েস খান ও তাঁর প্রিয়জনেরা। পর্তুগালের লিসবন থেকে তিনি ছবিটি পাঠিয়েছেন।
১০৫ / ১৫৪
দিনাজপুরের পার্বতীপুর থেকে ঈদের দিনের এই ছবিটি পাঠিয়েছেন মেনহাজুল ইসলাম। তিনি লিখেছেন, ঈদুল ফিতরের নামাজ শেষে কবরস্থান জিয়ারত করে গ্রামবাসী সবাই মিলে বাড়ি ফেরাটাই এবারের ঈদে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতি।
দিনাজপুরের পার্বতীপুর থেকে ঈদের দিনের এই ছবিটি পাঠিয়েছেন মেনহাজুল ইসলাম। তিনি লিখেছেন, ঈদুল ফিতরের নামাজ শেষে কবরস্থান জিয়ারত করে গ্রামবাসী সবাই মিলে বাড়ি ফেরাটাই এবারের ঈদে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতি।
১০৬ / ১৫৪
ঈদের দিনে মোহাম্মদ হকের পরিবারের সদস্যরা।
ঈদের দিনে মোহাম্মদ হকের পরিবারের সদস্যরা।
১০৭ / ১৫৪
ঈদের দিনে তুহিনের উদযাপন। ফ্রান্স থেকে তিনি ছবিটি পাঠিয়েছেন।
ঈদের দিনে তুহিনের উদযাপন। ফ্রান্স থেকে তিনি ছবিটি পাঠিয়েছেন।
১০৮ / ১৫৪
সাতক্ষীরার উত্তর কাটিয়ার বাড়িতে ঈদের নামাজের আগে নাজমুল হক ও তাঁর পরিবারের সদস্যরা।
সাতক্ষীরার উত্তর কাটিয়ার বাড়িতে ঈদের নামাজের আগে নাজমুল হক ও তাঁর পরিবারের সদস্যরা।
১০৯ / ১৫৪
ঈদের দিনে মুহাম্মদ নাজমুল হুদা ও তাঁর প্রিয়জনেরা।
ঈদের দিনে মুহাম্মদ নাজমুল হুদা ও তাঁর প্রিয়জনেরা।
১১০ / ১৫৪
জাপানে ঈদের দিনে মোহাম্মদ মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা।
জাপানে ঈদের দিনে মোহাম্মদ মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা।
১১১ / ১৫৪
ঈদের দিনে প্রিয়জনের সঙ্গে মামুন সরকার।
ঈদের দিনে প্রিয়জনের সঙ্গে মামুন সরকার।
১১২ / ১৫৪
গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকার বাসায় দুই ভাইয়ের সপরিবারে ঈদ উদযাপনের এই ছবিটি পাঠিয়েছেন শেখ মনিরুজ্জামান।
গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকার বাসায় দুই ভাইয়ের সপরিবারে ঈদ উদযাপনের এই ছবিটি পাঠিয়েছেন শেখ মনিরুজ্জামান।
১১৩ / ১৫৪
বাবা-মায়ের সঙ্গে মোহাম্মদ ইব্রাহিম খলিলের ঈদ উদযাপন। গাজীপুরের সফিপুর থেকে তিনি ছবিটি পাঠিয়েছেন।
বাবা-মায়ের সঙ্গে মোহাম্মদ ইব্রাহিম খলিলের ঈদ উদযাপন। গাজীপুরের সফিপুর থেকে তিনি ছবিটি পাঠিয়েছেন।
১১৪ / ১৫৪
দুই কন্যার ঈদ উদযাপনের এই ছবিটি পাঠিয়েছেন তাঁদের বাবা জাহাঙ্গীর আলম সিদ্দিকী। জীবিকার প্রয়োজনে তিনি আফগানিস্তানে থাকেন। করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় মেয়েদের সঙ্গে এবার ঈদ উদযাপন করতে পারেননি তিনি।
দুই কন্যার ঈদ উদযাপনের এই ছবিটি পাঠিয়েছেন তাঁদের বাবা জাহাঙ্গীর আলম সিদ্দিকী। জীবিকার প্রয়োজনে তিনি আফগানিস্তানে থাকেন। করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় মেয়েদের সঙ্গে এবার ঈদ উদযাপন করতে পারেননি তিনি।
১১৫ / ১৫৪
ঈদের দিনে মো. রোকন উজ জামান ও তাঁর পরিবারের সদস্যরা।
ঈদের দিনে মো. রোকন উজ জামান ও তাঁর পরিবারের সদস্যরা।
১১৬ / ১৫৪
ঈদের দিনে তামীম শাহরিয়ার ও তাঁর পরিবারের সদস্যরা।
ঈদের দিনে তামীম শাহরিয়ার ও তাঁর পরিবারের সদস্যরা।
১১৭ / ১৫৪
ঈদের দিনে প্রিয়জনদের সঙ্গে মো. আবু কায়সার সোহাগ। তিনি ছবিটি পাঠিয়েছেন লক্ষ্মীপুর থেকে।
ঈদের দিনে প্রিয়জনদের সঙ্গে মো. আবু কায়সার সোহাগ। তিনি ছবিটি পাঠিয়েছেন লক্ষ্মীপুর থেকে।
১১৮ / ১৫৪
করোনা মহামারিতে বাসাতেই হলো ঈদের জামাত। ছবিটি পাঠিয়েছেন আব্দুল জব্বার।
করোনা মহামারিতে বাসাতেই হলো ঈদের জামাত। ছবিটি পাঠিয়েছেন আব্দুল জব্বার।
১১৯ / ১৫৪
ঈদের দিনে প্রিয়জনদের সঙ্গে মো. হাবিব হোসেন।
ঈদের দিনে প্রিয়জনদের সঙ্গে মো. হাবিব হোসেন।
১২০ / ১৫৪
ঈদের দিনে প্রিয়জনদের সঙ্গে মো. মনিরুল ইসলাম।
ঈদের দিনে প্রিয়জনদের সঙ্গে মো. মনিরুল ইসলাম।
১২১ / ১৫৪
এবারের ঈদ মুক্ত আকাশের নিচে পরিবারের সঙ্গে। চন্দ্রিমা উদ্যান, মোহাম্মদপুর থেকে ছবি পাঠিয়েছেন রেজাউল করিম।
এবারের ঈদ মুক্ত আকাশের নিচে পরিবারের সঙ্গে। চন্দ্রিমা উদ্যান, মোহাম্মদপুর থেকে ছবি পাঠিয়েছেন রেজাউল করিম।
১২২ / ১৫৪
ছোট্ট শিশুকে নিয়ে ঈদের আনন্দ উদ্‌যাপনের ছবিটি এসেছে বরগুনা থেকে।
ছোট্ট শিশুকে নিয়ে ঈদের আনন্দ উদ্‌যাপনের ছবিটি এসেছে বরগুনা থেকে।
১২৩ / ১৫৪
ঘরেই মেয়ে নাজিবাহ্`র ঈদ উদ্‌যাপনের ছবিটি রাঙ্গুনিয়া, চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম।
ঘরেই মেয়ে নাজিবাহ্`র ঈদ উদ্‌যাপনের ছবিটি রাঙ্গুনিয়া, চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম।
১২৪ / ১৫৪
ঈদের দিনে আড্ডার ফাঁকে দুই বন্ধুর সেলফি। তাবারক হোসেন এবং তার ছোটবেলার বন্ধু আবদুল্লাহ সালমান।
ঈদের দিনে আড্ডার ফাঁকে দুই বন্ধুর সেলফি। তাবারক হোসেন এবং তার ছোটবেলার বন্ধু আবদুল্লাহ সালমান।
১২৫ / ১৫৪
তায়িফ আর তুলির ঈদ এবার ঘরে থেকেই। কিশোরগঞ্জ থেকে ছবি পাঠিয়েছেন সাইফ আল ইমরান।
তায়িফ আর তুলির ঈদ এবার ঘরে থেকেই। কিশোরগঞ্জ থেকে ছবি পাঠিয়েছেন সাইফ আল ইমরান।
১২৬ / ১৫৪
পরিবারকে নিয়েই এবারের ঈদ কাটানোর ছবি পাঠিয়েছেন পশ্চিম রামপুরা, ঢাকা থেকে সাজ্জাদ হোসেন।
পরিবারকে নিয়েই এবারের ঈদ কাটানোর ছবি পাঠিয়েছেন পশ্চিম রামপুরা, ঢাকা থেকে সাজ্জাদ হোসেন।
১২৭ / ১৫৪
ভাতিজা কোলে করে নিয়ে ঈদের নামাজে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদ হাসান। সিরাজগঞ্জ থেকে ছবি পাঠিয়েছেন।
ভাতিজা কোলে করে নিয়ে ঈদের নামাজে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদ হাসান। সিরাজগঞ্জ থেকে ছবি পাঠিয়েছেন।
১২৮ / ১৫৪
আলোকিত মানুষ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীর আমন্ত্রণে ঈদের দিন সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে ঈদ আড্ডা। ছবি: রফিক আহমদ খান, আনোয়ারা, চট্টগ্রাম।
আলোকিত মানুষ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীর আমন্ত্রণে ঈদের দিন সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে ঈদ আড্ডা। ছবি: রফিক আহমদ খান, আনোয়ারা, চট্টগ্রাম।
১২৯ / ১৫৪
পাড়ার ছোট ভাইদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেছেন খুলনার মো. ইয়াছিন আরাফাত।
পাড়ার ছোট ভাইদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেছেন খুলনার মো. ইয়াছিন আরাফাত।
১৩০ / ১৫৪
করোনার প্রভাবে বাসা থেকে বের হইনি দীর্ঘ দিন। ঈদের দিন নামাজে এসে সব চাচাতো ভাইয়েরা একসঙ্গে সেলফিতে। ছবি: মুহা. ইকবাল আজাদ।
করোনার প্রভাবে বাসা থেকে বের হইনি দীর্ঘ দিন। ঈদের দিন নামাজে এসে সব চাচাতো ভাইয়েরা একসঙ্গে সেলফিতে। ছবি: মুহা. ইকবাল আজাদ।
১৩১ / ১৫৪
পরিবারের সদস্যদের নিয়ে ঘরেই এবারের ঈদ উদ্‌যাপন। মৌলভীবাজার থেকে ছবি পাঠিয়েছেন রাসেল আবদুল্লাহ।
পরিবারের সদস্যদের নিয়ে ঘরেই এবারের ঈদ উদ্‌যাপন। মৌলভীবাজার থেকে ছবি পাঠিয়েছেন রাসেল আবদুল্লাহ।
১৩২ / ১৫৪
প্রবাস জীবনে এই প্রথম এ কে এম আলমগীর টিটু ঈদ করছেন লক ডাউনে থেকে। প্রবাসী পরিবারের জন্য ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তিনি।
প্রবাস জীবনে এই প্রথম এ কে এম আলমগীর টিটু ঈদ করছেন লক ডাউনে থেকে। প্রবাসী পরিবারের জন্য ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তিনি।
১৩৩ / ১৫৪
সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে ৯৬-৯৮ ব্যাচের বন্ধুরা। সিডনি প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের কর্মকাণ্ড বরাবরই চোখে পড়ার মতো। তাঁদের আড্ডার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে নিজেদের শৈশব কৈশোরের স্মৃতিচারণ। মো. ইয়াকুব আলী, মিন্টো, সিডনি, অস্ট্রেলিয়া থেকে।
সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে ৯৬-৯৮ ব্যাচের বন্ধুরা। সিডনি প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের কর্মকাণ্ড বরাবরই চোখে পড়ার মতো। তাঁদের আড্ডার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে নিজেদের শৈশব কৈশোরের স্মৃতিচারণ। মো. ইয়াকুব আলী, মিন্টো, সিডনি, অস্ট্রেলিয়া থেকে।
১৩৪ / ১৫৪
অন্যরকম ঈদ আমাদের। মা, ছেলে, ছোট বোন আর ভাগনে একত্রে বাড়ির ছাদে অন্য রকম ঈদ উদ্‌যাপন। উত্তরা ঢাকা থেকে সাহিদ আহমেদ।
অন্যরকম ঈদ আমাদের। মা, ছেলে, ছোট বোন আর ভাগনে একত্রে বাড়ির ছাদে অন্য রকম ঈদ উদ্‌যাপন। উত্তরা ঢাকা থেকে সাহিদ আহমেদ।
১৩৫ / ১৫৪
এবারের ঈদ কেটেছে ভিন্নভাবে। ছবি পাঠিয়েছেন পশ্চিম মুগদা ঢাকা থেকে জ্যোতি মজুমদার।
এবারের ঈদ কেটেছে ভিন্নভাবে। ছবি পাঠিয়েছেন পশ্চিম মুগদা ঢাকা থেকে জ্যোতি মজুমদার।
১৩৬ / ১৫৪
পাঞ্জাবি পরে তিনজন লাইনে দাঁড়িয়ে। ছবিটি তুলে পাঠিয়েছেন রাশেদ রিপন।
পাঞ্জাবি পরে তিনজন লাইনে দাঁড়িয়ে। ছবিটি তুলে পাঠিয়েছেন রাশেদ রিপন।
১৩৭ / ১৫৪
ঈদের তৃতীয় দিন সড়কেই হেসে-খেলে পার করছে ওয়ারেছ ও জাবির। ছবি: রফিক আহমদ খান, বৈরাগ, আনোয়ারা, চট্টগ্রাম।
ঈদের তৃতীয় দিন সড়কেই হেসে-খেলে পার করছে ওয়ারেছ ও জাবির। ছবি: রফিক আহমদ খান, বৈরাগ, আনোয়ারা, চট্টগ্রাম।
১৩৮ / ১৫৪
বন্ধু ও ছোট ভাইদের সঙ্গে এবারের ঈদ কেটেছে। ছবি পাঠিয়েছেন সাজেদুর রহমান।
বন্ধু ও ছোট ভাইদের সঙ্গে এবারের ঈদ কেটেছে। ছবি পাঠিয়েছেন সাজেদুর রহমান।
১৩৯ / ১৫৪
সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর শিশুদের ঈদ। রজত শুভ্র সরকার, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর
সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর শিশুদের ঈদ। রজত শুভ্র সরকার, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর
১৪০ / ১৫৪
শুভ দিনের আশায় নতুন স্বপ্ন নিয়ে ছেলে তাওহীদকে নিয়ে ঈদের নামাজ আদায় করলাম। মো. ইকবাল হোসেন, জাফলং, গোয়াইনঘাট, সিলেট।
শুভ দিনের আশায় নতুন স্বপ্ন নিয়ে ছেলে তাওহীদকে নিয়ে ঈদের নামাজ আদায় করলাম। মো. ইকবাল হোসেন, জাফলং, গোয়াইনঘাট, সিলেট।
১৪১ / ১৫৪
গত কয়েক বছর আগের ঈদ এবার মিস করেছি। এবার ঈদ কেটেছে ঘরবন্দী হয়ে। শাজাহানপুর ঢাকা থেকে ছবি পাঠিয়েছেন মাহদী সালাম।
গত কয়েক বছর আগের ঈদ এবার মিস করেছি। এবার ঈদ কেটেছে ঘরবন্দী হয়ে। শাজাহানপুর ঢাকা থেকে ছবি পাঠিয়েছেন মাহদী সালাম।
১৪২ / ১৫৪
ঈদের দিন প্রিয়জনদের সঙ্গে মো. আনোয়ারুল হক।
ঈদের দিন প্রিয়জনদের সঙ্গে মো. আনোয়ারুল হক।
১৪৩ / ১৫৪
ঈদের দিন ভাই ও ভাতিজিদের সঙ্গে মো. হাসিবুল ইসলাম শান্ত। তিনি মাগুরা থেকে ছবিটি পাঠিয়েছেন।
ঈদের দিন ভাই ও ভাতিজিদের সঙ্গে মো. হাসিবুল ইসলাম শান্ত। তিনি মাগুরা থেকে ছবিটি পাঠিয়েছেন।
১৪৪ / ১৫৪
ঈদের দিন ১০ বছরের মেয়ে তাহিয়া আর ৪ বছরের ছেলে রায়ানের সঙ্গে মো. ইয়াকুব আলী। তিনি ছবিটি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে।
ঈদের দিন ১০ বছরের মেয়ে তাহিয়া আর ৪ বছরের ছেলে রায়ানের সঙ্গে মো. ইয়াকুব আলী। তিনি ছবিটি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে।
১৪৫ / ১৫৪
আবিরের ঈদ উদযাপন। নীলফামারীর জলঢাকা থেকে তিনি ছবিটি পাঠিয়েছেন।
আবিরের ঈদ উদযাপন। নীলফামারীর জলঢাকা থেকে তিনি ছবিটি পাঠিয়েছেন।
১৪৬ / ১৫৪
করোনাকালে বাড়ির ছাদে দাদা, দাদি ও মায়ের সঙ্গে ছোট্ট রিশানের ঈদ উপযাপন। খুলনা থেকে ছবিটি পাঠিয়েছেন ইশতিয়াক রহমান।
করোনাকালে বাড়ির ছাদে দাদা, দাদি ও মায়ের সঙ্গে ছোট্ট রিশানের ঈদ উপযাপন। খুলনা থেকে ছবিটি পাঠিয়েছেন ইশতিয়াক রহমান।
১৪৭ / ১৫৪
প্রিয়জনের সঙ্গে মোস্তফা ইমরানের ঈদ উপযাপন। তিনি ছবিটি পাঠিয়েছেন মালয়েশিয়া থেকে।
প্রিয়জনের সঙ্গে মোস্তফা ইমরানের ঈদ উপযাপন। তিনি ছবিটি পাঠিয়েছেন মালয়েশিয়া থেকে।
১৪৮ / ১৫৪
লকডাউনে এবারের ঈদ-উল ফিতর কাটানো হচ্ছে বাসাতেই। রাজধানীর, বনশ্রী থেকে পরিবারের সদস্যের ছবিটি পাঠিয়েছেন মোহাম্মদ আল-শামস।
লকডাউনে এবারের ঈদ-উল ফিতর কাটানো হচ্ছে বাসাতেই। রাজধানীর, বনশ্রী থেকে পরিবারের সদস্যের ছবিটি পাঠিয়েছেন মোহাম্মদ আল-শামস।
১৪৯ / ১৫৪
ঈদ, প্রিয়জনের ছবি। শার্ট-প্যান্টের স্টিকার যুক্ত ছবি। শৈশব স্মৃতি। মুহাম্মদ বরকত আলী, মেহেরপুর সদর।
ঈদ, প্রিয়জনের ছবি। শার্ট-প্যান্টের স্টিকার যুক্ত ছবি। শৈশব স্মৃতি। মুহাম্মদ বরকত আলী, মেহেরপুর সদর।
১৫০ / ১৫৪
আরোয়ার প্রথম ঈদ। কিন্তু এই ঈদ তো ব্যতিক্রম ঘরবন্দী ঈদ। তাই ঈদের নামাজ শেষে বাবা বাসায় ফিরে এলে বাবা-মেয়ের খুনসুটি। খুলনার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে মাহমুদ।
আরোয়ার প্রথম ঈদ। কিন্তু এই ঈদ তো ব্যতিক্রম ঘরবন্দী ঈদ। তাই ঈদের নামাজ শেষে বাবা বাসায় ফিরে এলে বাবা-মেয়ের খুনসুটি। খুলনার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে মাহমুদ।
১৫১ / ১৫৪
ঈদের নামাজ পড়ে এসে এদের নিয়ে করতোয়া নদীর ধারে ঘুরতে বেরিয়েছিলাম। ছবির পোজ দিতে বলায় এভাবেই হেসে কুটিকুটি হয় তারা। মো. নজরুল ইসলাম, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে।
ঈদের নামাজ পড়ে এসে এদের নিয়ে করতোয়া নদীর ধারে ঘুরতে বেরিয়েছিলাম। ছবির পোজ দিতে বলায় এভাবেই হেসে কুটিকুটি হয় তারা। মো. নজরুল ইসলাম, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে।
১৫২ / ১৫৪
পাঁচ বছর আগের ঈদের জামাতে আমার মেয়ে তাহিয়া এবং তার মামা তুহিন। আজ সবই স্মৃতি। প্রবাস জীবনে বেঁচে থাকার অন্যতম অবলম্বন এইসব মধুর স্মৃতি। মো. ইয়াকুব আলী, মিন্টো, সিডনি, অস্ট্রেলিয়া।
পাঁচ বছর আগের ঈদের জামাতে আমার মেয়ে তাহিয়া এবং তার মামা তুহিন। আজ সবই স্মৃতি। প্রবাস জীবনে বেঁচে থাকার অন্যতম অবলম্বন এইসব মধুর স্মৃতি। মো. ইয়াকুব আলী, মিন্টো, সিডনি, অস্ট্রেলিয়া।
১৫৩ / ১৫৪
একই রকম দেখতে দুই বোনেরে বাবা গত ২৩ এপ্রিল মারা গেছেন। এবার তাঁরা ঈদ করছেন খালাতো ভাইবোনদের সঙ্গে। ছবি পাঠিয়েছেন তাঁদের খালু কামরুজ্জামান ।
একই রকম দেখতে দুই বোনেরে বাবা গত ২৩ এপ্রিল মারা গেছেন। এবার তাঁরা ঈদ করছেন খালাতো ভাইবোনদের সঙ্গে। ছবি পাঠিয়েছেন তাঁদের খালু কামরুজ্জামান ।
১৫৪ / ১৫৪
ঈদের দিন সকালে বাসার ছাদে ভাগ্নীকে কোলে নিয়ে। ছবি পাঠিয়েছেন আবুল বরকত, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ঈদের দিন সকালে বাসার ছাদে ভাগ্নীকে কোলে নিয়ে। ছবি পাঠিয়েছেন আবুল বরকত, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।