চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব সিটিজেন্স ব্যাংকের নতুন চেয়ারম্যন নির্বাচিত

চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবছবি: বিজ্ঞপ্তি

বেসরকারি সিটিজেন্স ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব। ১৪ সেপ্টেম্বর ব্যাংকের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় অধিকাংশ শেয়ারহোল্ডার/পরিচালকের উপস্থিতিতে পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব দেশের টেক্সটাইল খাতে দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব সালমা গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক। চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব সিটিজেন্স ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যাংকের কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা, তার প্রতিপালন ও অনুসরণীয় কার্যপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিজ্ঞপ্তি