বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক দল গঠন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫৮ সদস্যের সমন্বয়ক দল গঠন করেছে। পরে এই দল আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষার্থীর নাম সমন্বয়ক ও ১০৯ জনের নাম সহ-সমন্বয়ক হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্যের এই সমন্বয়ক দল গঠন করা হয়েছে।