সাবেক মেয়র জাহাঙ্গীরের করা রিটের ওপর রায় আবার পিছিয়েছে

জাহাঙ্গীর আলম
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা নিয়ে করা রিটের ওপর রায় ঘোষণা আবারও পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের হলফনামা দাখিলের পর আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ২ মে পরবর্তী তারিখ রেখেছেন।

সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীরের করা রিটের শুনানি নিয়ে গত বছরের ২৩ আগস্ট হাইকোর্ট রুল দেন। রুলে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের ওপর শুনানি নিয়ে আদালত রায়ের জন্য ৩০ মার্চ দিন রাখেন। ধার্য তারিখে রাষ্ট্রপক্ষ হলফনামা দাখিল করার জন্য সময়ের আরজি জানালে আদালত রায়ের জন্য ৪ এপ্রিল দিন রাখেন। এ অনুসারে আজ রিটটি কার্যতালিকায় ওঠে।

আদালতে জাহাঙ্গীরের পক্ষে আইনজীবী এম কে রহমান ও মুহাম্মদ বেলায়েত হোসেন শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী সানজিদা খানম।

পরে আইনজীবী মুহাম্মদ বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘রিটের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ হলফনামা আকারে জবাব দাখিল করেছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে সাময়িক বরখাস্ত করাসংক্রান্ত বিধান ব্যাখ্যা বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়। এ বিষয়ে অধিকতর শুনানি নিয়ে রায়ের জন্য আগামী ২ মে দিন রেখেছেন আদালত। গাজীপুর সিটি করপোরেশের নির্বাচন আগামী ২৫ মে হবে। জাহাঙ্গীরের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে আরজি জানানো হলে আদালত আদেশ দিয়েছেন। আবেদনকারী চাইলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন; রিটের চলমান কার্যধারা বা তাঁর সাময়িক বরখাস্তের আদেশ এ ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে।’

আরও পড়ুন

তবে সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল প্রথম আলোকে বলেন, ‘আইনগত কোনো বাধা না থাকলে বিদ্যমান রিট তাঁর (জাহাঙ্গীর) নির্বাচনে অংশগ্রহণে অন্তরায় হয়ে দাঁড়াবে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে। হলফনামা আকারে দাখিল করা জবাবে জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করার আইনগত বৈধতার তথ্যাদি ও আইনি দিকগুলো তুলে ধরা হয়েছে। উভয় পক্ষকে ২ মে আইনি বক্তব্য তুলে ধরতে বলা হয়েছে।’

এর আগে বিভিন্ন অভিযোগে ২০২১ সালের ২৫ নভেম্বর জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে গত বছরের ১৪ আগস্ট জাহাঙ্গীর রিটটি করেন।

আরও পড়ুন