চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবের করা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম মো. তানভীর। বুধবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, আদালত আসামি মো. তানভীরকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১২ আগস্ট দিবাগত রাত তিনটার দিকে নগরের কর্ণফুলী থানার হাজী আবদুল হামিদ সওদাগর মার্কেটের সামনের রাস্তা থেকে আসামিকে ৪৯ হাজার ৪০০ ইয়াবাসহ র‍্যাব গ্রেপ্তার করে। এ ঘটনায় র‍্যাব–৭–এর ডিএডি সিরাজুল ইসলাম কর্ণফুলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ৫ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত বুধবার এ রায় দিলেন।