সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ জুন, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বাংলাদেশিদের জন্য ১০ ধরনের ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান

বাংলাদেশের পাসপোর্ট
ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য ১০ ধরনের ভিসার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। উপসাগরীয় দেশটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
বিস্তারিত পড়ুন...

ক্ষুদ্র–মাঝারি উদ্যোক্তারা পাবেন ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, যেসব যোগ্যতা লাগবে

টাকা

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও ৪৫০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। একজন উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তবে মূলধনি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এই ঋণের সুদের হার হবে ৬ শতাংশ। বিস্তারিত পড়ুন...

আজিজের ভাইদের এনআইডি: এক পা এগোতে ইসির কেন তিন বছর লাগল

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুই ভাই যে মিথ্যা পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট নিয়েছেন, তা সবাই জানতেন। প্রথম আলোতে বিষয়টি নিয়ে শীর্ষ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি। বিস্তারিত পড়ুন...

পশ্চিমবঙ্গে শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত, নিশ্চিত করল ডব্লিউএইচও

বার্ড ফ্লু লেবেল লাগানো টেস্টটিউব
ফাইল ছবি: রয়টার্স

ভারতের পশ্চিমবঙ্গে এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরন শনাক্ত হয়েছে। শিশুটির বয়স চার বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরন শনাক্ত হওয়ার ঘটনা ভারতে এটা দ্বিতীয়। এর আগে ২০১৯ সালে দেশটিতে প্রথম মানবশরীরে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয়েছিল। বিস্তারিত পড়ুন...

তামিমের সঙ্গে ‘বিচ্ছেদ’ নিয়ে নতুন যা বললেন সাকিব

সাকিব আল হাসান ও তামিম ইকবাল
প্রথম আলো

গত বছর ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে কথা না বলার ব্যাপারটি সামনে টেনে এনেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বলেছিলেন, ড্রেসিংরুমে সাকিব-তামিমের মধ্যে কথা হয় না। স্পর্শকাতর এ বিষয় নিয়ে এর পর থেকেই শুরু হয় আলোচনা। তামিম এরপর সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার না করেই তিনি বলেছিলেন, মাঠের খেলায় সাকিবের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন