টেকনাফে নাফ নদীতে ভেসে এল দুই যুবকের লাশ
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ। গতকাল সোমবার বেলা তিনটা এবং আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পৃথকভাবে লাশ দুটি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি–সংলগ্ন এলাকায় ভেসে আসে। লাশ দুটি উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দাফন করার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
এলাকাবাসী জানান, নিহত দুজনের বয়স ৩০-৩৫ বছর। এর মধ্যে আজ সকালে ভেসে আসা লাশটির হাত-পা বাঁধা ছিল। দুজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা লাশ ভেসে আসার খবরটি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশ দুটি দাফনের জন্য স্থানীয় বাসিন্দাদের নির্দেশনা দিয়েছেন।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, ভেসে আসা লাশ দুটি স্থানীয় বাসিন্দাদের নয়। ধারণা করা হচ্ছে, দুজনই মিয়ানমারের বাসিন্দা। সেখানে চলমান সংঘাতের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। লাশ দুটি নাফ নদী হয়ে ভেসে এসেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, নিহত দুজনের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।