চাকরি স্থায়ীকরণের দাবিতে এশিয়ান পেইন্টসে বিক্ষোভ,কর্মবিরতি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে এশিয়ান পেইন্টস কারখানার কর্মচারীরা। আজ রোববার সকালে এশিয়ান পেইন্টস কারখানার সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে নানা স্লোগান দেন।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন কারখানার ৮৫ জন শ্রমিক-কর্মচারী। বক্তব্য দেন কারখানার অপারেটর নাজিম উদ্দীন, ইমাম হোসেন, ইকবাল হোসেন, নিশান, জহির, কামরুল প্রমুখ।

বক্তারা বলেন, ‘মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস কারখানার শুরু থেকে আমরা কাজ করে আসছি। কিন্তু তিন বছরেও আমাদের চাকরি স্থায়ী না করে উল্টো তৃতীয় পক্ষের মাধ্যমে বহিরাগত লোক এনে অনভিজ্ঞদের নিয়োগ দেওয়া হচ্ছে। তা ছাড়া মিরসরাইয়ের স্থানীয় বাসিন্দাদের কোনো নোটিশ ছাড়া ছাঁটাই করা হচ্ছে। এতে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম হতাশার মধ্যে আছি। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।’

এ বিষয়ে জানতে এশিয়ান পেইন্টস কারখানার একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও তাঁরা কল রিসিভ করেননি।