২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

তাপপ্রবাহ: সুপ্রিম কোর্টে কালো কোট পরা শিথিল চেয়ে আবেদন

সুপ্রিম কোর্টফাইল ছবি

প্রচণ্ড তাপপ্রবাহের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আইনজীবী ও বিচারপতিদের কালো কোট ও গাউন ছাড়া শুধু সাদা ফুলহাতা শার্ট বা সাদা শাড়ি/সেলোয়ার–কামিজ ও সাদা নেক ব্যান্ড পরে মামলা পরিচালনার জন্য অনুমতি চেয়ে প্রধান বিচারপতি বরাবর আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এ বিষয়ে আজ রোববার সকালে প্রধান বিচারপতির বরাবর আবেদন দিয়েছেন সমিতির সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। পরে দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সম্পাদকের নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা দেখা করেন।

সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

লিখিত আবেদনে বলা হয়, ইতিমধ্যে সারা দেশে ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। ৪ এপ্রিল হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তির মাধ্যমে অধস্তন দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবীদের জন্য কালো কোট ও গাউন ছাড়া শুধু সাদা ফুলহাতা শার্ট বা সাদা শাড়ি/সেলোয়ার–কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করে কোর্ট করার অনুমতি দেওয়া হয়েছে।

আবেদনের ভাষ্য, ২০ এপ্রিল সুপ্রিম কোর্টের অপর এক বিজ্ঞপ্তির মাধ্যমে শুধু গাউন পরিধারণের আবশ্যকতা ক্ষেত্রে উভয় বিভাগে (সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) শিথিলতা আরোপ করা হলেও তা গরম থেকে উত্তরণের ক্ষেত্রে পর্যাপ্ত নয় বলে আইনজীবীরা মতামত ব্যক্ত করেছেন। তাই গাউনের সঙ্গে কালো কোট পরিধারনের আবশ্যকতা শিথিল করা হলে আইনজীবী ও বিচারপতিরা তীব্র তাপপ্রবাহের কষ্ট থেকে মুক্তি পেয়ে সুন্দর ও সাবলীলভাবে কোর্টের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবেন।