গণ–অভ্যুত্থানে ৮০০ জন নিহতের নাম পাওয়া গেছে: তথ্য উপদেষ্টা
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাফিক উদ্দিন আহ্ম্মেদ আহ্নাফের (১৭) মিরপুরের বাসায় আজ বুধবার উপদেষ্টা নাহিদ ইসলাম যান। সেখানে আফনাফের পরিবারের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
নাহিদ বলেন, ‘আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। তাঁদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে, প্রাণ খুলে কথা বলতে পারছি।’
গণ-অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’ শিগগিরই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে বলেও উপদেষ্টা জানান।
আহনাফের পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে জানান তথ্য উপদেষ্টা। এ সময় বাসায় আহনাফের মা–বাবা, দুই ভাই এবং খালা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট আহনাফ মিরপুর ১০ নম্বরে পুলিশের গুলিতে নিহত হয়।