বার্জার ট্রেনিং ইনস্টিটিউট: বাংলাদেশের পেইন্ট শিল্পে পেশাদারত্বের পথিকৃৎ

বিটিআইতে ব্যবহারিক কাজ চলছে

বাংলাদেশের পেইন্ট ও নির্মাণ খাতকে রূপান্তরের এক সাহসী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেছে বার্জার ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)। বিটিআইয়ের মূল দর্শন হলো পণ্যের মান ঠিক ততটাই ভালো, যতটা দক্ষতার সঙ্গে সেটি প্রয়োগ করা হয়। তাই আধুনিক নির্মাণ খাতের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিটিআই তৈরি করেছে কাঠামোগত প্রশিক্ষণ মডিউল, যেখানে শ্রেণিকক্ষে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি রয়েছে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ।

বিটিআইয়ের উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো নারী পেইন্টার উন্নয়ন কর্মসূচি। এখন পর্যন্ত বিটিআইয়ের নারী গ্র্যাজুয়েটরা সফলভাবে ৩৪টি পেইন্টিং প্রকল্প সম্পন্ন করেছেন। বিটিআই যুক্ত হয়েছে ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, প্রবাসবন্ধু লিমিটেড, বিশ্বব্যাংকের অ্যাসেট প্রকল্প ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মতো অংশীদারদের সঙ্গে।