চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে স্বাগত জানান
ছবি: ঢাকায় পাকিস্তান হাইকমিশনের টুইটার থেকে নেওয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কম্বোডিয়ায় যাওয়ার পথে আজ বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।  

ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়ায় যাওয়ার পথে এই যাত্রাবিরতি করেন। আগস্টের ৪ থেকে ৬ তারিখ কম্বোডিয়ার রাজধানী নমপেনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

এ সময় বিলাওয়াল ও হাছান মাহমুদ একে অন্যকে বই উপহার দেন
ছবি: ঢাকায় পাকিস্তান হাইকমিশনের টুইটার থেকে নেওয়া

বিলাওয়াল ভুট্টো জারদারি প্রায় ৪০ মিনিট চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করেন। এ সময় বিলাওয়াল ও হাছান মাহমুদ একে অন্যকে বই উপহার দেন।

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতির সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানান।

বিলওয়াল ভুট্টো বলেন, ‘বাংলাদেশের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।’