সীতাকুণ্ডের দুর্ঘটনা চট্টগ্রামে বার্ন হাসপাতালের প্রয়োজনীয়তা তুলে ধরেছে: মহিবুল হাসান

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হতাহত ব্যক্তিদের অর্থসহায়তা দেয় শ্রম অধিদপ্তর। এতে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে
ছবি: জুয়েল শীল

সীতাকুণ্ডে নতুন করে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ চট্টগ্রামে একটি বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালের প্রয়োজনীয়তা তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।

রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। চীন সরকারের সহায়তায় চমেক হাসপাতালের পাশে ১৫০ শয্যার বার্ন হাসপাতাল স্থাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানসহ ঊর্ধ্বতন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

চীনা প্রতিনিধিদলের সদস্যরা এ সময় তাঁদের পরিকল্পনা তুলে ধরেন। ২৮ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি চট্টগ্রাম আসে। তারা ইতিমধ্যে চমেক হাসপাতালের গোয়াছিবাগান এলাকার জমিটি পরিদর্শন করেছে। এ জায়গায় হাসপাতাল করতে আগ্রহী চীন।

আরও পড়ুন

সভায় মহিবুল হাসান চৌধুরী বলেন, চীনের সহায়তায় চট্টগ্রামে বিশেষায়িত একটি বার্ন হাসপাতাল হবে। এটি হবে অত্যাধুনিক। আধুনিক একটি অস্ত্রোপচার কক্ষ থাকবে সেখানে। আইসিইউসহ অন্যান্য আধুনিক ব্যবস্থা থাকবে। জায়গাটি বুঝিয়ে দিতে পারলে এক মাসের মধ্যে তারা পাইলিং শুরু করবে বলে জানিয়েছে। জায়গাটি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁরা সেখানে বসবাস করছেন, তাঁরা মুচলেকা দিয়েছেন দখল ছেড়ে দেবেন। ফলে এ নিয়ে আর জটিলতা থাকছে না। বৃহস্পতিবার ঢাকায় একটি চুক্তি সই হবে হাসপাতাল নিয়ে।

জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, চট্টগ্রামের জন্য বার্ন হাসপাতাল খুবই দরকার। কারণ, বড় বড় দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ডে সম্প্রতি দুর্ঘটনায়ও অনেকের কমবেশি পুড়েছে।

আরও পড়ুন