গণমাধ্যমে হামলায় সরকারের অংশ জড়িত: নূরুল কবীর

দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর। আজ শনিবার দুপুরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটেছবি: প্রথম আলো

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর শনিবার বলেছেন, ১৮ ডিসেম্বর প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে উদ্দেশ্যপ্রণোদিত হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা সরকারের কোনো না কোনো অংশ ঘটতে দিয়েছে। সেগুনবাগিচায় বিজেসি'র ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে তিনি বলেন, হামলাকারীরা পূর্বঘোষণা দিয়েছিল এবং সরকার তাদের গ্রেপ্তার করেনি। গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় মিলেছে। ভস্মীভূত হওয়া এই হামলাকে গণমাধ্যমের ওপর আক্রমণ ও 'কালো দিন' হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।