আইইউবিএটি ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

আইইউবিএটির কনফারেন্স হলে গত মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন আইইউবিএটির উপাচার্য আবদুর রব এবং কেজিএফের নির্বাহী পরিচালক নাথু রাম সরকার
ছবি: আইইউবিএটির সৌজন্যে

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

৮ জুলাই আইইউবিএটির কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন আইইউবিএটির উপাচার্য আবদুর রব এবং কেজিএফের নির্বাহী পরিচালক নাথু রাম সরকার। এ সময় প্রতিষ্ঠান দুটির জ্যেষ্ঠ কর্মকর্তা, গবেষক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে কৃষি গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হলো।

অনুষ্ঠানে উপাচার্য আবদুর রব বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন ও জাতীয় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনে যৌথ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি অর্জনে এই ধরনের একাডেমিক ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কেজিএফের নির্বাহী পরিচালক নাথু রাম সরকার বলেন, আইইউবিএটির সঙ্গে এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় হবে। আইইউবিএটিতে কৃষি গবেষণার যে সম্ভাবনা রয়েছে, তা এই অংশীদারত্বের মাধ্যমে আরও সম্প্রসারিত হবে। এখন থেকে আইইউবিএটির শিক্ষকেরা কেজিএফের বিভিন্ন গবেষণা অনুদানের জন্য আবেদন করতে পারবেন, যা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।