ঢাকায় পুলিশ হত্যা মামলায় এক বিএনপি নেতা গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহনকে গ্রেপ্তার করেছে র‌্যাবছবি: সংগৃহীত

ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্য আমিরুল ইসলাম হত্যায় জড়িত অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‍্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় নৃশংসভাবে পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪–এর একটি দল।

পুলিশ সদস্য আমিরুলকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৯ অক্টোবর রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনকে আসামি করা হয়।

এদিকে নাশকতার মামলায় ময়মনসিংহ উত্তর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।