আগস্টে দুদকের ৪৯ মামলা, আসামি ৩১১ জন

দুর্নীতি দমন কমিশন (দুদক)

চলতি বছরের আগস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ৪৯টি মামলা করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৩১১ জনকে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে কমিশন ২৮টি মামলায় অভিযোগপত্র দিয়েছে। এসব অভিযোগপত্রে আসামি হয়েছেন ১১১ জন।

এ ছাড়া আগস্টে নতুন ১১২টি অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুদক। পাশাপাশি ৫১টি সম্পদ বিবরণী দেওয়ার আদেশও অনুমোদন দিয়েছে কমিশন।