আগস্টে দুদকের ৪৯ মামলা, আসামি ৩১১ জন
চলতি বছরের আগস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ৪৯টি মামলা করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৩১১ জনকে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে কমিশন ২৮টি মামলায় অভিযোগপত্র দিয়েছে। এসব অভিযোগপত্রে আসামি হয়েছেন ১১১ জন।
এ ছাড়া আগস্টে নতুন ১১২টি অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুদক। পাশাপাশি ৫১টি সম্পদ বিবরণী দেওয়ার আদেশও অনুমোদন দিয়েছে কমিশন।