ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিজার তাবেলাফাইল ছবি

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন চারজন।

ঢাকা মহানগরের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম আজ বৃহস্পতিবার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিন আসামি হলেন তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল ও মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

খালাস পাওয়া চারজন হলেন বিএনপি নেতা এম এ কাইয়ুম, তাঁর ভাই এম এ মতিন, শাখাওয়াত হোসেন ও সোহেল ওরফে ভাঙারি সোহেল।

কাইয়ুম ও মতিনের আইনজীবী ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাঁর মক্কেলদের আসামি করা হয়েছিল। তবে আজ তাঁরা আদালত থেকে ন্যায়বিচার পেয়েছেন।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় ২০১৬ সালের ২২ জুন সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে পূর্বপরিকল্পিতভাবে ইতালির নাগরিক সিজারকে হত্যা করে।