ঈদের ছুটির পর অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত
ঈদের ছুটির পর দেশের সব সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। পবিত্র রমজান উপলক্ষে এখন অফিস চলছে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।
এ ছাড়া আজকের প্রজ্ঞাপনে ২০ এপ্রিলকেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর আগে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ জন্য ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
এর ফলে আসলে ছুটি শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। কারণ, ১৯ এপ্রিল পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এর মানে এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি কমপক্ষে পাঁচ দিন হচ্ছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে যদি ৩০ রোজা পূর্ণ হওয়ার পর পবিত্র ঈদ হলে ছুটি আরও এক দিন বাড়বে।
আজকের প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে।