১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য সরাবে ডিএসসিসি, ‘কমিটমেন্ট’ দিলেন প্রশাসক
পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। তিনি বলেন, ‘কোরবানির দিন বিকেল থেকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট, ১২ ঘণ্টার ভেতরে আমরা এ ময়লা পরিষ্কার করব।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া।
শাহজাহান মিয়া আরও বলেন, ‘বর্জ্য পরিষ্কার করার জন্য ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী প্রস্তুত রেখেছি। সিটি করপোরেশনের গাড়িও আমরা রেখেছি। একই সঙ্গে সরকারের অন্যান্য সংস্থায়ও চাহিদা দিয়ে রেখেছি। যদি প্রয়োজন হয়, আমরা তাদের কাছ থেকে গাড়ি নিয়ে আসব।’
মানুষ যাতে নির্বিঘ্নে কোরবানি দিতে পারে ও উৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারে, এ বিষয়ে যেকোনো অভিযোগ দেওয়ার জন্য একটি হটলাইন ও কন্ট্রোলরুম খোলা থাকবে বলেও জানান প্রশাসক শাহজাহান মিয়া। তিনি বলেন, বর্জ্য নিয়ে যেকোনো অভিযোগ দিলেই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হবেন। বাসাবাড়ি থেকে বর্জ্য নেওয়া প্রাইভেট প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীদেরও যুক্ত করা হবে।
নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের অবরোধের বিষয়ের এক প্রশ্নের জবাবে প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ‘এ বিষয়ে আমি উত্তর দিতে চাই না। এটা রাজনৈতিক বিষয়। সেনসিটিভ ইস্যু। এই আইনগত বিষয়গুলোয় আমি কথা বলতে চাই না।’
তবে এ বিষয়ে শাহজাহান মিয়া আরও বলেন, ‘নগর ভবন বন্ধ থাকলেও আমাদের তিনটি দপ্তর সেখানে কাজ করতে পারছে। সেগুলো হলো—বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, ভান্ডার বিভাগ, পরিবহন বিভাগ।’
শাহজাহান মিয়া বলেন, ‘আমাদের ওয়ার্ড অফিসগুলো খোলা আছে। জনগণ সেখান থেকে সেবা নিচ্ছেন। জনগণের একটু সমস্যা হচ্ছে। তবে আমরা যেকোনোভাবে তাদের সেবা দিয়ে যাচ্ছি।’