বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক আহত

প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রতিনিধিদের বাস। আজ শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রতিনিধিদের বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে ওই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার মহিশলুটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকেরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সুজিত কুমার দত্ত, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ, সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আসাদুল হক ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক গোলাম সারোয়ার।

আগামীকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এবারের ভর্তি পরীক্ষা ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম—এই তিন বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার আগের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদল প্রশ্ন ও খাতা নিয়ে রাজশাহী যাবেন। সেই সূত্রেই আজ সকাল ছয়টার দিকে প্রশ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক চট্টগ্রাম থেকে রওনা দেন।

আহত শিক্ষকেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে শিক্ষক সুজিত কুমার দত্ত প্রথম আলোকে বলেন, তিনি শিক্ষক নিয়োগের একটি অনলাইন সভায় যুক্ত ছিলেন। হঠাৎ বিকট শব্দ হলে সামনের দিকে দেখেন। মুহূর্তেই বাসের কাঁচ ভেঙে তাঁর মুখসহ পুরো শরীরে লাগে। গাড়িতে থাকা সব শিক্ষকই এ দুর্ঘটনায় আহত হয়েছেন।

শিক্ষক মো. সাখাওয়াত হোসেন বলেন, একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এতে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাঁরা আরেকটি বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ১১ হাজার ৫৫০ শিক্ষার্থী। এ পরীক্ষার প্রশ্ন ও খাতা বহনকারী বাস দুর্ঘটনার শিকার হলেও পরীক্ষা যথাসময়েই হবে বলে জানিয়েছেন ডি ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র নিয়ে ইতিমধ্যে প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। পরীক্ষা যথাসময়ে হবে।