জামিন পেলেন দীপ্ত টিভির দুই পরিচালকসহ তিনজন

আদালত
প্রতীকী ছবি

সাবেক মন্ত্রী নুরুল ইসলামের ছেলেকে নিয়ে দীপ্ত টিভিতে একটি সংবাদ প্রকাশের জেরে ছয় বছর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে করা তিনটি মামলায় জামিন পেয়েছেন টেলিভিশন স্টেশনের দুই পরিচালকসহ তিনজন। আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

জামিন মঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান ও রাবেত হাসান এবং চিফ অপারেটিং অফিসার কাজী উরফী আহমদ। এর আগে গতকাল সোমবার দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান জামিন পেয়েছিলেন।

ওই চারজন গতকাল সকালে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির শুনানি নিয়ে বেলা একটার দিকে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর ঘণ্টা তিনেক পর অসুস্থতা বিবেচনায় জাহেদুল হাসানের জামিন মঞ্জুর করেন আদালত। বাকি তিনজনের জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য রেখেছিলেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দীপ্ত টিভির পরিচালকসহ তিনজনের জামিন মঞ্জুর করেন আদালত। এর আগের দিন এমডি জামিন পেয়েছিলেন।

২০১৬ সালের মার্চে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের প্রতিষ্ঠান সানোয়ারা পোলট্রি অ্যান্ড হ্যাচারির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমসহ তিন কর্মকর্তা বাদী হয়ে দীপ্ত টিভির কর্মকর্তা ও সাংবাদিকদের বিরুদ্ধে তিনটি মামলা করেছিলেন। আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রামের চকবাজার ও চান্দগাঁও থানায় করা মামলাগুলোর অভিযোগ অভিন্ন। তিনটি মামলাই এখনো তদন্তাধীন।

মামলার অভিযোগে বলা হয়, দীপ্ত টেলিভিশন ২০১৬ সালের ১৬ মার্চ মন্ত্রী ও তাঁর ছেলে মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর মিথ্যা সংবাদ পরিবেশন করে। সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মন্ত্রীর ছেলের ইন্ধনে জেলার চন্দনাইশে কাজী ফার্মস কর্মীদের ওপর হামলা চালানো হয়। অথচ ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন।

তিনটি মামলাতেই এই চারজনের সঙ্গে দীপ্ত টিভির বার্তা সম্পাদক, সংশ্লিষ্ট প্রতিবেদকসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জাহেদুল হাসানসহ চার আসামি হাইকোর্টের নির্দেশে গত বুধবার এ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মামলার নথি নিম্ন আদালতে থাকায় ট্রাইব্যুনাল সোমবার শুনানির দিন রাখেন।