স্টারশিপ ইন্সপায়ারিং টেন: আয়োজন ও তরুণদের নিয়ে বিচারকদের প্রত্যাশা
ব্যক্তিগত অর্জন বা উদ্যোগের মাধ্যমে সমাজ ও দেশের জন্য অবদান রাখা ১০ তরুণের খোঁজে চলছে বিশেষ আয়োজন ‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’।
এ আয়োজনের জুরিবোর্ডে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার (প্রধান বিচারক), বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সেঁজুতি রহমান।
দেশের বিভিন্ন খাতে অবদান রাখা ‘হিরো’দের খুঁজে বের করার এ উদ্যোগ নিয়ে আয়োজকদের পাশাপাশি আশাবাদী বিচারকেরাও। এ বিষয়ে সৈয়দ ফারহাত আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘ব্যতিক্রমী এ আয়োজনের উদ্দেশ্য যেন সফল হয়, এটাই আমার প্রত্যাশা। সমাজের সত্যিকারের মেধাবী তরুণ ও ভালো মানুষগুলো যেন স্বচ্ছতার মধ্য দিয়ে উঠে আসতে পারে এবং তাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হয়, সেই চেষ্টাই আমরা করব।’
হাবিবুল বাশার সুমন বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অসংখ্য অনুপ্রেরণামূলক গল্পকে বিশ্বব্যাপী তুলে ধরার এক অসাধারণ উদ্যোগ এটা, যা তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আশা করি, এমন কিছু গল্প আমরা পাব, যা অন্যদের পথ দেখাবে এবং অনুপ্রাণিত করতে ভূমিকা রাখবে।’
এ উদ্যোগ সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেঁজুতি রহমান। তিনি বলেন, ‘আমাদের দেশের তরুণেরা মেধাবী এবং দারুণ সম্ভাবনাময়। এদিকটা বিবেচনায় বাংলাদেশ বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ—এটা আমাকে সব সময় আশাবাদী করে রাখে।’ তিনি আরও বলেন, দেশের এই প্রতিভাবান তরুণের গল্প জানা এবং তাঁদের মূল্যায়নের সুযোগ পাওয়া অনুপ্রেরণার বিষয়। প্রযুক্তি, উদ্ভাবন ও মানবিক চিন্তার মেলবন্ধনেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ। বিচারকার্যের মতো কঠিন বিষয়ে তাঁর ওপর আস্থা রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন তিনি।
আবেদনের সময় বাড়ল
‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’-এ আবেদনের সময় বেড়েছে। inspiring10.com ওয়েবসাইটে থাকা ফরম পূরণ করে আবেদন করা যাবে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। ৩৫ বছরের কম বয়সী যে কেউ নিজের জন্য অথবা পরিচিত অন্য কারও জন্য আবেদন করতে পারবেন। জমা হওয়া প্রস্তাব থেকে প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণদের মধ্যে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করবেন বিচারকমণ্ডলী। বিজয়ী প্রত্যেকে পুরস্কার হিসেবে পাবেন গোল্ড মেডেল ও দুই লাখ টাকা।
‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’ উদ্যোগটির পৃষ্ঠপোষকতায় রয়েছে স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্র্যান্ড ‘স্টারশিপ সয়াবিন অয়েল’ ও ‘স্টারশিপ সুগার’। কৌশলগত অংশীদার প্রথম আলো ডটকম।