ইজি বিল্ডের দৃষ্টিনন্দন সবুজ স্থাপনা

ঢাকার আফতাবনগরে ঢুকতেই ই-ব্লকের ৩ নম্বর রোডে চোখে পড়বে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পালের স্বপ্নের প্রকল্প, দৃষ্টিনন্দন ‘পাল বাড়ি’। হাতিরঝিল লেকের সঙ্গে সংযুক্ত শান্ত জলধারার পাশে, খোলামেলা পরিবেশে অবস্থিত অনিন্দ্যসুন্দর এই স্থাপনাটি শুধু একটি বাড়িই নয়, একটি স্বপ্নের বাস্তবায়নও বটে।

এই স্বপ্নের বাস্তবায়ন কীভাবে হবে—তা নিয়ে বাড়ির মালিকের ছিল ব্যাপক সুচিন্তিত ভাবনা। তাঁর ভাবনার সফল বাস্তবায়ন-কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে ছিল নির্মাণের পূর্ণাঙ্গ সমাধানদাতা প্রতিষ্ঠান ‘ইজি বিল্ড’।

তিন কাঠা জমির ওপর নির্মিত বাড়িটিতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। রয়েছে খোলামেলা পরিসরে ফ্যামিলি গেট টুগেদার স্পেস, ডুপ্লেক্স ইউনিট, সিঙ্গেল ইউনিট, প্রার্থনার ঘর, ওপেন টু স্কাই লেক ভিউ টেরেস ও ছাদে সুবিশাল সুইমিংপুল। সুইমিংপুল আর ওপেন টু স্কাই লেক ভিউ টেরাস যেন দিগন্ত বিস্তৃত আকাশের অসীমতাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত।

পাল বাড়ির প্রতিটি বেডরুম, লিভিংরুম, ডাইনিং স্পেসের প্রান্তের অংশজুড়ে লুভারের সঙ্গে ব্যবহার করা হয়েছে ইনডোর প্ল্যান্ট। ফলে বাড়ির স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণসহ তাপমাত্রা কমিয়ে আনা সম্ভব হয়েছে। লুভারের এ রকম ব্যবহারের কারণে আপাতদৃষ্টিতে কোনো ধরনের আলাদা জানালা বা বারান্দার উপস্থিতি টের পাওয়া যায় না। ‘ট্রান্সলুসেন্স অব স্পেস’ আর ‘ট্রান্সপারেন্স অব স্পেস’-এর প্রয়োগ স্থাপনাটিকে করেছে অনন্য। প্রাকৃতিক আলো-বাতাস ও খোলামেলা পরিসর বাড়ির চারপাশের পরিবেশের সঙ্গে সৃষ্টি করেছে অপরূপ মিতালি।

আধুনিক স্থাপত্যের এই বাড়িটি তৈরি করেছে আরএফএল ইজি বিল্ড, যারা ইতিমধ্যে ঢাকাসহ সারা দেশে উল্লেখযোগ্য অনেক ভবন নির্মাণ করেছে। দক্ষ আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এবং সেরা মানের বিল্ডিং ম্যাটেরিয়ালসহ সব রকমের নির্মাণ সহযোগিতা দিয়ে পাল বাড়ি নির্মাণের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আর এন পাল বলেন, ‘আমার স্বপ্নের বাড়িটি নির্মাণে ইজি বিল্ড পেশাদারত্ব ও দক্ষতা দেখিয়েছে। শুধু তা-ই নয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করেছে তারা। যাতে প্রমাণ হয়েছে তাদের সক্ষমতা।’