হেফাজত নেতা মাওলানা ইয়াহইয়ার দাফন সম্পন্ন

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া
সংগৃহীত

চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা ইয়াহইয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বাদ মাগরিব মাদ্রাসার মাঠে মাওলানা ইয়াহহিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা ইয়াহইয়া। তাঁর মৃত্যুতে মহাপরিচালকের পদ শূন্য হওয়ায় আজ দুপুরে বৈঠক বসে মাদ্রাসা পরিচালনা কমিটি। বিকেলে বৈঠকটি শেষ হয়।

মাগরিবের নামাজের পর হাটহাজারী মাদ্রাসার মাঠে নতুন মহাপরিচালক ও সহকারী পরিচালকের নাম ঘোষণা করেন মাদ্রাসা পরিচালনা কমিটি (শুরা) সদস্য মাওলানা সালাউদ্দিন নানুপুরী। তিনি বলেন, দুপুরে বৈঠকের পর গোপন ভোটের মাধ্যমে মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) পদে মুফতি খলিলুর আহমেদ নির্বাচিত হয়েছেন। আর সহকারী পরিচালক (নায়েবে মুহতামিম) নির্বাচিত হয়েছেন মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শোয়াইব জমিরী। শুরা বৈঠকে সভাপতিত্ব করেন ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মাঠে মাওলানা ইয়াহইয়ার জানাজা হয়। চট্টগ্রাম, ৩ জুন
ছবি: প্রথম আলো

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিচিত হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মাওলানা ইয়াহইয়া দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দীর্ঘদিন হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ছিলেন। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হলে মাদ্রাসার প্রধান মুফতি আবদুস সালামকে প্রধান করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর আবদুস সালামকে মহাপরিচালক ও ইয়াহইয়াকে সহকারী পরিচালক ঘোষণার পরপরই আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মুফতি আবদুস সালামের মৃত্যুর পর ইয়াহইয়াকে মহাপরিচালক ঘোষণা করা হয়।