বেইলি রোডের অগ্নিকাণ্ডে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

আগুন জ্বলছে বেইলি রোডের বহুতল ভবনে। গতকাল রাত সাড়ে ১০টার দিকেছবি: সংগৃহীত

ঢাকার বেইলি রোডে গতকাল বৃহস্পতিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইওকো। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কাছে এক শোক বার্তা পাঠিয়ে তিনি ক্ষতিগ্রস্ত ও শোকার্ত মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইওকো
ফাইল ছবি: এএফপি

শুক্রবার রাতে টোকিওতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া তাঁর পাঠানো বার্তায় বলেছেন, ‘গতকাল রাতে ঢাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। এ ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আমি প্রার্থনা করছি এবং শোকার্ত পরিবারবর্গের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতিও আমি জানাচ্ছি আমার আন্তরিক সহানুভূতি।’

উল্লেখ্য, বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ নামের আটতলা ওই ভবনে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। তাঁদের মধ্যে ১৮ জন নারী ও ৮ জন শিশু আছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৪২ জনের পরিচয় শনাক্ত করা গেছে। ভবন থেকে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।