আনোয়ার গার্লসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজধানীর শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে দুদিনব্যাপী অন্তকক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মোজাহিদুল ইসলাম বলেন, সামগ্রিক অর্জনে চ্যাম্পিয়ন হয়েছে বেগম রোকেয়া হাউস। আর রানার্সআপ হয়েছে রাবেয়া বসরী হাউস।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। বিশেষ অতিথি বেগম ফারহানা সরওয়ার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
গত বৃহস্পতিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব। এদিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেগম জেবিন আনোয়ার।